ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিকল্পনা কাজে লাগেনি ॥ মাশরাফি

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ জানুয়ারি ২০১৬

পরিকল্পনা কাজে লাগেনি ॥ মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা প্রথম দুই ম্যাচ জিতেও সিরিজ জয় করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শেষ দুই টি২০ ম্যাচেই হারটা এখন শঙ্কা তৈরি করেছে আসন্ন টি২০ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ভাল করা নিয়ে। এমন হারকে হতাশাজনক বলে দাবি করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দুই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনটাই পরিকল্পনা মাফিক না হওয়াতেই পরাজয় বরণ করতে হয়েছে বলে জানালেন তিনি। তবে তিনি প্রত্যয় জানিয়েছেন যেহেতু এশিয়া কাপের আগে এখনও মাসখানেক বাকি আছে তাই ভুলগুলো শুধরে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ দল। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে ১৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি। প্রথম দুই ম্যাচ জিতে কিছুটা গা-ছাড়া ভাব চলে এসেছিল বাংলাদেশ দলের মধ্যে। আর দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার একটা প্রভাবও পড়েছে শেষ দুই ম্যাচে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘প্রথমেই চার উইকেট পড়ে যাওয়ায় ব্যাকফুটে চলে গেছি আমরা। উইকেট অনেক ভাল ছিল। আমার মনে হয় উইকেট যত ভালই হোক, শুরুতে গিয়ে একটু সেট না হয়ে মারা কঠিন। তারপরও রিয়াদ খুব ভাল ব্যাট করেছে। আমরা কাছেও গিয়েছিলাম। যদি উইকেট থাকত বা ১৫-১৬ রান দরকার হতো শেষ ওভারে একজন ব্যাটসম্যান থাকলে হয়তো কাজ হতো। কারণ বোলাররা চাপে থাকে ওই সময়। পরীক্ষা-নিরীক্ষা যাই থাকুক, দিনশেষে আজ ম্যাচ জেতাই ছিল উদ্দেশ্য। শেষ দুটি ম্যাচ আমরা ভাল বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভাল করেছি। তবে সামঞ্জস্যপূর্ণ ব্যাটিং আমরা দাঁড় করাতে পারিনি। একইভাবে বোলিংও ভাল ছিল না।’ আসন্ন এশিয়া কাপের আগে আর কোন টি২০ খেলা নেই বাংলাদেশের। অনুশীলনের মধ্যে দিয়েই জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজে করা ভুলগুলো শুধরাতে হবে। পরিস্থিতি কাটিয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি বলেন, ‘কিছু ব্যাপার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয় এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই। এখনও ৩-৪ সপ্তাহ সময় আছে এগুলো ঠিক করার। টি২০ ফরমেটে হয়তো সবদিন সবকিছু ঠিক হবে না, কিন্তু বেশিরভাগ দিনই যেন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেভাবে কাজ করতে হবে।’ এবার জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজটাকে শুরু থেকেই পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হিসেবে নিয়েছিল বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ জিতে যাওয়ার পর সুযোগটা কাজে লাগানোর জন্য বেশ পরিবর্তন আনা হয়েছে। সেটাই হিতে বিপরীত হয়েছে। শেষ দুই ম্যাচ হারতে হয়েছে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘যদি বলেন ১৫ জনের স্কোয়াড দিতে হবে, সেখানে ৮-৯ জন তো আগে থেকেই নিশ্চিত ছিল। কিছু জায়গা দেখার দরকার ছিল। সেখানে কিছুটা তো আমরা পেয়েছিই। কার সামর্থ্য কেমন, একটা ধারণা পেয়েছি। কিন্তু সর্বোপরি এশিয়া কাপের আগে যে চ্যালেঞ্জ থাকবে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নতুন বলতে.. রনি ভাল করেছে। আর যারা খেলেছে ১-২টা ম্যাচ টেকনিক্যাল ব্যাপারগুলো আমার জন্য বলা কঠিন। যারা খেলেছে তারা চেষ্টা করেছে। হয়তো পারেনি। শেষ দুটি ম্যাচ আমরা হেরেছি। তবে তৃতীয় ম্যাচে আমরা ১৮৭ রান তাড়া করতে নেমে ভালই করছিলাম। মিডল অর্ডারে ধস না নামলে হয়তো পারতাম। তো একটা ধারণা আমরা পেয়েছি। কারণ এশিয়া কাপ বলেন বা বিশ্বকাপ, উইকেট অনেক ভাল থাকবে। খুব ভাল বোলিং-ফিল্ডিং করলেও বড় দল ১৭০-১৮০ করবে। আমাদের সেই সামর্থ্য তৈরি করতে হবে যেন তাড়া করতে পারি। বাংলাদেশের জন্য খেলতে নামলে হারটা অবশ্যই হতাশাজনক। বাংলাদেশের জার্সি গায়ে হারতে কারও ভাল লাগে না, দেখতেও ভাল লাগে না। তবে একটা ব্যাপার যে সময় যেহেতু আছে, আমরা এই ব্যাপারটি কাটিয়ে উঠতে পারব। ভুলগুলো ঠিক করার চেষ্টা করব।’
×