ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশে দারিদ্র্যের হার কমেছে ॥ আমু

প্রকাশিত: ০৬:৫০, ২৩ জানুয়ারি ২০১৬

দেশে দারিদ্র্যের হার কমেছে ॥ আমু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের সদইচ্ছায় স্বাস্থ্যসেবা আজ মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে। স্বাস্থ্য সহকারী আপনারাসহ দেশের মানুষের অবদান রয়েছে বলেই আজ সরকার নানাবিধ পুরস্কার অর্জন করছে। তিনি আরও বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, দেশ পোলিও মুক্ত হয়েছে। জাতিসংঘের ছয়টি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে, দেশে দরিদ্রের হার কমেছে, আজ আমরা নিম্নমধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। আজ দেশে খাদ্য উদ্বৃত্ত থাকছে। ফলে আমরা খাদ্য বিদেশে রফতানি করছি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিটি কলেজ প্রাঙ্গণে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ শুরু করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি ও স্বাস্থ্য সহকারীর পদ তৈরি করেছিলেন। কিন্তু মাত্র ৩ বছর পরেই তাকে হত্যার পরে সে কার্যক্রম স্থবির হয়ে পরে। হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোঃ জিয়াউল হাসান কাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দিন।
×