ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিলেন পেলিন

প্রকাশিত: ০৩:৪৬, ২১ জানুয়ারি ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিলেন পেলিন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে মঙ্গলবার সমর্থন দিয়েছেন দলটির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পেলিন। সমর্থন জানিয়ে পেলিন বলেন, কেতাদুরস্ত এই রিয়াল এস্টেট মুঘল আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রথম কোন শীর্ষস্থানীয় ব্যক্তি ট্রাম্পকে সমর্থন দিলেন। খবর এএফপি ও বিবিসির। আইওয়াতে ভোটের মাত্র ১৩ দিন আগে এই ঈপ্সিত সমর্থন পেলেন ট্রাম্প। এই কেন্দ্রের ভোটের মধ্য দিয়েই প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি শুরু হয়। আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে আলাস্কার সাবেক গবর্নর পেলিন উৎফুল সমর্থকদের কাছে জানতে চান, আপনারা কি ট্রাম্পকে সমর্থন দিতে প্রস্তুত। তিনি বলেন, আমরা একটি পরিবর্তনের জন্য প্রস্তুত। ট্রাম্প এমন এক ব্যক্তি যিনি মার্কিন সেনা দিয়ে ইসলামিক স্টেটকে (আইএস) দমনে প্রস্তুত। পেলিন ২০০৮ সালে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। রাজনীতিতে না থাকলেও গণমাধ্যমে কাজ করার সুবাদে পেলিন এখনও প্রভাবশালী। ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে পেলিন বলেন, ট্রাম্প জনগণ ছাড়া আর কারও কাছে দায়বদ্ধ নন। আমেরিকাকে ফের উঁচু মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য তিনি নিখুঁত অবস্থানে আছেন। পেলিনের সমর্থন পেয়ে ট্রাম্প যারপরনাই আনন্দিত। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ে এগিয়ে থাকা ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, পেলিন একজন বন্ধু ও উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে আমি তাকে সম্মান করি। তার সমর্থন পেয়ে আমি গর্বিত। ট্রাম্পের মতো পেলিনও একজন বিতর্কিত ব্যক্তি। আলাস্কার গবর্নর থাকাকালে পেলিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
×