ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিভাগীয় কমিশনারদের সঙ্গে দুই সচিবের ভিডিও কনফারেন্স

প্রকাশিত: ০৭:৫৮, ২০ জানুয়ারি ২০১৬

বিভাগীয় কমিশনারদের সঙ্গে দুই সচিবের ভিডিও কনফারেন্স

বিশেষ প্রতিনিধি ॥ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠ প্রশাসনকে আরও উদ্ভাবনী কার্যক্রমের ওপর গুরুত্বারোপের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। মঙ্গলবার বিকেলে নিজ নিজ দফতরে বসে সকল বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৪টা থেকে দেড় ঘণ্টার এই ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করেন সরকারের এই দুই সচিব। মন্ত্রিপরিষদ সচিব বিভাগীয় কমিশনারদের উদ্দেশে বলেন, দেশের জনগণকে সার্বিক সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের গুরুত্ব অনেক বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সচেষ্ট হলে অনেক কিছু করা সম্ভব। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। তাই দুর্নীতি প্রতিরোধে আপনারা সতর্ক হয়ে কাজ করবেন। যথাসময়ে সঠিকভাবে অডিট হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন আপনারা। ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম সারা দেশে রয়েছে। এ ক্ষেত্রে এসিল্যান্ডের যথেষ্ট দুর্নাম রয়েছে। এই দুর্নাম মুছে ফেলার দায়িত্ব আপনাদের। বিভাগীয় কমিশনাররা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এই দুই সচিবের কাছে।
×