ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ার ৪শ’ বেসামরিক নাগরিক অপহরণ আইএসের

প্রকাশিত: ০৪:২১, ১৯ জানুয়ারি ২০১৬

সিরিয়ার ৪শ’ বেসামরিক নাগরিক অপহরণ আইএসের

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে শনিবার সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে অন্তত চার শ’ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আাইএস) জঙ্গীরা। জঙ্গীরা শহরে বড় ধরনের হামলা চালিয়ে নতুন ভূখ- দখল করেছে। শহরের প্রায় ৬০ শতাংশ তাদের দখলে গেছে। হামলা চালিয়ে নতুন ভূখ- দখলের পর বেসামরিক লোকজনকে অপহরণ করেছে আইএস। হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। খবর এএফপি ও বিবিসির। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও রাশিয়ার বিমান হামলা সত্ত্বেও জঙ্গীগোষ্ঠীটি ইরাক সীমান্তবর্তী সিরিয়ার তেলসমৃদ্ধ এলাকাটিতে ওই হামলা চালায়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার ওই হামলা শুরু হয় এবং রবিবারও তা অব্যাহত থাকে। দখল করা ভূখ- থেকে চার শতাধিক বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে আইএস। তারা সবাই সুন্নি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। রয়েছে সরকারপন্থী সেনাদের পরিবার-পরিজন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, আইএসের হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক মানুষ। একে গণহত্যা বলে অভিহিত করেছে সিরিয়া সরকার। সিরিয়ার পূর্বাঞ্চলীয় এ প্রদেশটির অধিকাংশ এলাকা আইএসের নিয়ন্ত্রণে রয়েছে, সরকারী বাহিনী শুধু দেইর আল-জোর শহরের কিছু অংশ ও একটি সামরিক বিমানবন্দরে নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছিল। গত এক বছরেরও বেশি সময় ধরে শহরটির সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো অবরোধ করে রেখেছে আইএস জঙ্গীরা। এসব এলাকার প্রায় দুই লাখ বাসিন্দা খাদ্য ও ওষুধের অভাবে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের সমর্থকরা জানায়, গোষ্ঠীটি সেনাবাহিনীর একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি ট্যাঙ্ক দখল করেছে।
×