ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সেরেনাতেই দৃষ্টি সবার

প্রকাশিত: ০৬:২০, ১৮ জানুয়ারি ২০১৬

সেরেনাতেই দৃষ্টি সবার

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। মহিলা এককে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। শিরোপা নিজের শোকেসে রাখতে পারলে ক্যারিয়ারের সপ্তমবারের মতো মেলবোর্নে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তিনি। শুধু তাই নয়, স্টেফি গ্রাফের জেতা ২২ গ্র্যান্ডসøামের রেকর্ডকেও স্পর্শ করার হাতছানি সেরেনার সামনে। তবে বছরের প্রথম গ্র্যান্ডসøাম জয়ে তার সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ফিটনেস সমস্যা। তাছাড়া সেরেনাকে থামাতে মারিয়া শারাপোভা, সিমোনা হ্যালেপ, ভিক্টোরিয়া আজারেঙ্কা কিংবা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কারা তো আছেনই। গত বছরের পুরোটা সময়ই প্রাধান্য ছিল সেরেনার। যদিওবা শেষে এসে ইনজুরি সমস্যা দুশ্চিন্তায় ফেলে দেয় আমেরিকান তারকাকে। কিন্তু সব কিছুকে পেছনে ফেলেই নতুন বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সপ্তম শিরোপা জয়ের ক্ষণ গণনা করছেন তিনি। হাঁটুর ইনজুরি কাটিয়ে তিনি এখন পুরোপুরি সুস্থ। প্রথম পর্বে তার প্রতিপক্ষ অবাছাই ইতালিয়ান খেলোয়াড় ক্যামিলা জিওর্জি। নিজের প্রস্তুতি সম্পর্কে ৩৪ বছর বয়সী সেরেনা বলেন, ‘প্রস্তুতি বেশ ভাল। যদিও প্রস্তুতি হিসেবে যতটা ম্যাচ খেলতে চেয়েছিলাম তা পাইনি। কিন্তু ক্যারিয়ারের দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসে এখন আমি ভালভাবেই জানি যে আমাকে কী করতে হবে। সে কারণেই আমি মোটেই বিচলিত হচ্ছি না।’
×