ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫২, ১৮ জানুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. ছকের কার্যাবলি প্রভাবে মানুষের মধ্যে- র. মিশ্র প্রতিক্রিয়া দেখা দিবে রর. অবিচারের বিপক্ষে সচেতনতা বৃদ্ধি পাবে ররর. সততার মনোভাব তৈরি হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২. ১৯৪৮ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন কে? ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) লিয়াকত আলী খান গ) খাজা নাজিমুদ্দীন ঘ) তমিজউদ্দিন খান ৩. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টির ফলে পূর্ববাংলার মুসলমানদের মধ্যে কিসের সৃষ্টি হয়? ক) প্রাণচাঞ্চল্যের খ) আধুনিকতার গ) পশ্চাৎপদতার ঘ) অধ:পতনের ৪. উপজেলা পরিষদ কী ধরনের সংস্থা? ক) স্থানীয় প্রশাসনিক খ) স্থানীয় শাসিত সংস্থা গ) স্থানীয় দলীয় সংস্থা ঘ) স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা ৫. কাদের মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হয়? ক) সরকার খ) সচিবালয় গ) ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘ) সংবাদপত্র ৬. বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম দেশের কী রয়েছে? ক) পররাষ্ট্রনীতি খ) সামরিক বাহিনী গ) গণতন্ত্র ঘ) ধর্মীয় নিরাপত্তা ৭. নির্বাচন কমিশনের কাজের পরিধিভুক্ত- র. মনোনয়নসংক্রান্ত জটিলতা এড়ানো রর. মনোনয়নসংক্রান্ত জটিলতা নিরসন ররর. মনোনয়নপত্র বাছাই করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৮. কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়? ক) ১৯৬৫ সালে খ) ১৯৬৬ সালে গ) ১৯৬৯ সালে ঘ) ১৯৭১ সালে ৯. বাংলাদেশ সরকারি কর্মকমিশন কীভাবে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ প্রদান করেন? ক) রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খ) পক্ষপাতমূলকভাবে গ) নিরপেক্ষভাবে ঘ) পদমর্যদার ভিত্তিতে ১০. ১৯৭৭ সাল কর্মকমিশনের সাথে জড়িত আছে- র. একটি কর্ম কমিশনের জন্মে রর. দুটি থেকে একটিতে স্থানান্তর প্রক্রিয়ায় ররর. কর্মকমিশনের বিলুপ্তি ঘোষণায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১১. আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মতে ১৯৮৬ সালের নির্বাচন ছিল- র. প্রহসনমূলক নির্বাচন রর. ভোট ডাকাতির নির্বাচন ররর. মিডিয়া ক্যু করে নির্বাচন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১২. মতিয়া চৌধুরী নবম জাতীয় সংসদের একজন নির্বাচিত মহিলাপ সংসদ সদস্য। তিনি কীভাবে সংসদ সদস্য নির্বাচিত হন? ক) প্রধানমন্ত্রীর সুপারিশে খ) রাষ্ট্রপতির সুপারিশে গ) সংসদ সদস্যদের ভোটে ঘ) জনগণের প্রত্যক্ষ ভোটে ১৩. সার্কের বর্তমান চেয়ারপার্সন কে? ক) আবুল আহসান খ) নাভিন থাপা গ) মোঃ ওয়াহিদ ঘ) জিগমে খিরসে ওয়াংচুক ১৪. মোহাম্মদ আলী জিন্নাহ ১৪ দফা দাবি পেশ করেন কত সালে? ক) ১৯১৯ সালে খ) ১৯২৯ সালে গ) ১৯৩৯ সালে ঘ) ১৯৪৯ সালে ১৫. পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান প্রণয়নের জন্য গঠন করা হয়- ক) আইনশৃঙ্খলা কমিটি খ) মূলনীতি কমিটি গ) সংবিধানিক কমিটি ঘ) রাষ্ট্র পরিচালনা কমিটি ১৬. ১৯৭২ সালে ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশে বলা হয়- র. মন্ত্রিসভা বাংলাদেশের একজন নাগরিককে রাষ্ট্রপতি নিযুক্ত করেন রর. সংবিধান প্রণয়নের উদ্দেশ্য একটি গণপরিষদ গঠিত হবে ররর রাষ্ট্রপতি গণপরিষদে প্রধানের দায়িত্ব পালন করবেন. নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৭. ১৯৯১ এর নির্বাচনের প্রধান বিরোধী দল কতটি আসন লাভ করে? ক) ২৭টি খ) ৩৫টি গ) ৪৪টি ঘ) ৮৮টি ১৮. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো- ক) জাতির প্রচেষ্টা খ) জাতির ঐক্য ও সংহতি গ) জাতির ইচ্ছাশক্তি ঘ) জাতির নিদের্শনা ১৯. ১৯৭৫ সাল পরবর্তী কত সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করে? ক) ১৯৯১ সালে খ) ১৯৯২ সালে গ) ১৯৯৬ সালে ঘ) ২০০৬ সালে ২০. জাতিসংঘ সনদে কয়টি অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ২১. ১৯৫৬ সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হতেন? ক) জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা খ) জাতীয় পরিষদের সদস্যদের দ্বারা গ) প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা ঘ) বুদ্ধিজীবিদের দ্বারা ২২. সপ্তম সংশোধন আইনটি কবে প্রণীত হয়? ক) ৫ এপ্রিল ১৯৭৯ খ) ২৯ জুন ১৯৮১ গ) ৮ জুলাই ১৯৮১ ঘ) ১০ নভেম্বর ১৯৮৬ ২৩. কত সালে শেখ মুজিবুর রহমতান কেন্দ্রীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন? ক) ১৯৫২ সালে খ) ১৯৫৩ সালে গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৫ সালে ২৪. লর্ড মর্লে ছিলেন- ক) ভারতের সচিব খ) ব্রিটিশ সবিচ গ) ভারতের গভর্নর ঘ) ইংল্যান্ডের গভর্নর ২৫. কাদের মাধ্যমে তৃণমূল জনগণ অতি সহজেই সরকারি সেবা লাভ করে? ক) কেন্দ্রীয় সরকার খ) স্থানীয় সরকার গ) প্রাদেশিক সরকার ঘ) জাতীয় সরকার ২৬. কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়? ক) ১০ মার্চ খ) ১০ এপ্রিল গ) ১০ মে ঘ) ১০ জুন ২৭. জিন্নাহ শেরে বাংলাকে মসলিম লীগের প্রাথামিক সদস্যপদ থেকে বহিষ্কার করে কেন? ক) মেধাসম্পন্ন ছিলেন না বলে খ) রাজনীতি সম্পর্কে পাকাপোক্ত ছিলেন না বলে গ) প্রগ্রেসিভ কোয়ালিশন নামে দল গঠন করেন বলে ঘ) জিন্নাহ পাকিস্তান স্বাধীন করতে চেয়েছিলেন বলে ২৮. বাংলাদেশ সংবিধান বিচার অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে? ক) ১১৭ নং অনুচ্ছেদে খ) ১২১ নং অনুচ্ছেদে গ) ১৩৩ নং অনুচ্ছেদে ঘ) ১৪১ নং অনুচ্ছেদে ২৯. সরকারি কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ কার কাছে স্বাক্ষরযুক্ত পত্র যোগে পদত্যাগ করতে পারবেন? ক) প্রধানমন্ত্রী খ) স্পিকার গ) রাষ্ট্রপতি ঘ) প্রধান উপদেষ্টা ৩০. মন্ত্রিপরিষদ সেতুবন্ধন হিসেবে কাজ করে- র. জনগণের রর. সরকারের ররর. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩১. ১৯৫২ সালে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন কে? ক) নূরুল আমীন খ) ইয়াহিয়া খান গ) খাজা নাজিমুদ্দীন ঘ) ইস্কান্দার মীর্জা ৩২. কে সংসদীয় ব্যবস্থায় দেশের জনগণের প্রানের নেতা? ক) অর্থমন্ত্রী খ) সরকারি দলের নেতা গ) রাষ্ট্রপতি ঘ) প্রধানমন্ত্রী ৩৩. মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল- র. সকল সম্প্রদায়ের স্বার্থরক্ষা রর. সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য নিশ্চিত করা ররর. মুসলমানদের রাজনৈতিক দাবি-দাওয়া উত্থাপন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩৪. কে খোলা চিঠির মাধ্যমে ভারতবর্ষে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন? ক) ডেভিড মুর খ) সুন্দ্রেনাথ বন্দোপাধ্যায় গ) ওয়ানের হেস্টিংস ঘ) এ্যালান অক্টোভিয়ান হিউম ৩৫. ১৯৩৫ সালের পরবর্তীতে ভারত শাসন আইন বিশ্লেষণ করলে কোনটিকো প্রধান হিসেবে বিবেচনা করা যায়? ক) স্বায়ত্তশাসন খ) রাজপ্রতিনিধি পদ সৃষ্টি গ) গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি ঘ) ভারতীয়দের স্বাধীনতা দান ৩৬. স্থানীয় শাসন কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ৩৭. সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষধ গঠিত� হয়- ক) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি খ) ১৯৪৮ সালের ১১ মার্চ গ) ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঘ) ১৯৫২ সালের ১৬ মার্চ ৩৮. বিশ্বের কোন ধরনের দেশসমূহে স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনকে এক করে দেখা হয়? ক) উন্নত খ) অনুন্নত গ) উন্নয়শীল ঘ) বৃহৎ ৩৯. 'এ সংবিধান বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি'- বাংলাদেশের সংবিধান সম্পর্কে এ উক্তিটি কে করেছিলেন? ক) সুরঞ্জিত সেন গুপ্ত খ) শেখ মুজিবুর রহমান গ) ড. কামাল হোসেন ঘ) সৈয়দ নজরুল ইসলাম ৪০. ১৯৮৮ সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ছিল কতটি? ক) ১৫টি খ) ৩০টি গ) ৪৫টি ঘ) একটিও না ৪১. কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ কীরূপ? ক) বাধ্যতামূলক খ) বাধ্যতামূলক নয় গ) আবশ্যক ঘ) অংশগ্রহণমূলক ৪২. ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য কোনো ব্যক্তিকে যেসব যোগ্যতার অধিকারী হতে হয় তা হলো- র. ১৮ বছর বয়স হতে হবে রর. দীর্ঘ ৫ বছর যাবত স্থায়ীভাবে বসবাস করতে হবে ররর. আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হবে না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৩. স্থানীয় সমস্যাসমূহ দ্রুত চিহ্নিত করে তা সমাধানের তৎপর হয় কোন সংস্থা? ক) ইউনিয়ন পরিষদ খ) বিভাগীয় পরিষদ গ) জেলা পরিষদ ঘ) থানা পরিষদ ৪৪. পার্বত্য আঞ্চলিক পরিষদে কতজন উপজাতীয় মহিলা সদস্য থাকেন? ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন ৪৫. ভারতবর্ষ আসার সমুদ্রপথ আবিষ্কারের সাথে সম্পৃক্ত- র. ১৪৯৮ সাল রর. ভাস্কো-ডা-গামা ররর. ফরাসি নাবিক নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৬. কোন নির্বাচন ছিল যুক্ত পাকিস্তানের মৃত্যুঘন্টা? ক) ১৯৫৪ সালের নির্বাচন খ) ১৯৫৮ সালের নির্বাচন গ) ১৯৭০ সালের নির্বাচন ঘ) ১৯৭২ সালের নির্বাচন ৪৭. কত সালে সুয়েজ খাল সংকট সৃষ্টি হয়? ক) ১৯৪৫ সালে খ) ১৯৪৯ সালে গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৬ সালে ৪৮. দুর্নীতি কী? ক) শারীরিক ব্যাধি খ) উপার্জনের উপায় গ) সামাজিক অধিকার ঘ) সামাজিক ব্যাধি উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: সৌখিন 'ক' নামক একটি রাষ্ট্রের নাগরিক। নাগরিক হিসেবে সে তার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নানা প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে। আর এ সুবিধাগুলো তাকে ব্যক্তিত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ৪৯. ছকের কার্যাবলি প্রভাবে মানুষের মধ্যে- র. মিশ্র প্রতিক্রিয়া দেখা দিবে রর. অবিচারের বিপক্ষে সচেতনতা বৃদ্ধি পাবে ররর. সততার মনোভাব তৈরি হবে নিচের কোনটি সঠিক? ক) ব্যক্তিগত অধিকার খ) মৌলিক অধিকার গ) সামাজিক অধিকার ঘ) রাজনৈতিক অধিকার ৫০. ১৯৪৮ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন কে? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ঘ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (ক) ১১. (ঘ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (খ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (ঘ) ৫০. (ঘ)
×