ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে টাইমবোমা সদৃশ পাঁচটি বস্তু উদ্ধার

প্রকাশিত: ০৫:২৭, ১৮ জানুয়ারি ২০১৬

গাজীপুরে টাইমবোমা সদৃশ পাঁচটি বস্তু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৭ জানুয়ারি ॥ গাজীপুরে বিশ্ব এজতেমা ময়দানের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিবার ভোরে একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে রিমোট কন্ট্রোলযুক্ত উদ্ধারকৃত বস্তুগুলো টাইমবোমাসদৃশ হলেও সেগুলো বিস্ফোরকবিহীন ও অকার্যকর ছিল বলে পুলিশের বোমা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। পুলিশের দাবি এজতেমাস্থলে নিছক আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে টাইমবোমাসদৃশ ওই বস্তুগুলো বহন করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিশ্ব এজতেমার মোনাজাতের পর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের পাশে অস্থায়ী মিডিয়া সেন্টারের সামনে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল রবিবার ভোর পৌনে ৫টার দিকে এজতেমা ময়দান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ কুনিয়া পাছর এলাকার বালুর মাঠে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সেখানে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ব্যাগে তল্লাশি চালিয়ে একটি রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে। এ ব্যাপারে বিকেলে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, টাইমবোমাসদৃশ হলেও তবে সেগুলো ছিল অকার্যকর। উদ্ধারের পর বস্তুগুলোকে নিষ্ক্রিয় করা হলেও ব্যাটারির কারণে সেগুলোতে সংযুক্ত সিগনাল লাইট দীর্ঘ সময় ধরে জ্বলছিল। রিমোটযুক্ত টাইমবোমাসদৃশ ওই বস্তুগুলোতে টাইমবোমার মতোই ব্যাটারি, ফিউজ, ঘড়ি, বৈদ্যুতিক তার যুক্ত থাকলেও পরীক্ষা করে সেগুলোতে বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশ্ব এজতেমায় বিদেশীসহ আগত মুসল্লিদের মাঝে নিছক আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা সেগুলো বহন করছিল। প্রেস ব্রিফিংকালে উদ্ধারকৃত বস্তুগুলো অকার্যকর করা হলেও সেগুলোতে সংযুক্ত সিগনাল লাইট জ্বলতে থাকার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি আরও জানান, উদ্ধারকৃত টাইমবোমাসদৃশ বস্তুগুলোতে ব্যাটারি সংযোগ থাকায় সেগুলোর সিগনাল লাইটগুলো জ্বলতে দেখা গেছে।
×