ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুটের ব্যাটে জবাব

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ জানুয়ারি ২০১৬

রুটের ব্যাটে জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ দলের সেরা ব্যাটসম্যান জো রুটের ব্যাটে ভর করে জোহানেসবার্গ টেস্টে ভালই লড়ছে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয়দিন চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ১৬২ রান। মিডল ও লোয়ার-অর্ডারের দৃঢ়তায় এর আগে ৩১৩ রানে অলআউট হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২২ রানে ২ উইকেট পড়ে গেলে অতিথিদের হয়ে হাল ধরেন রুট ও নিক কম্পটন। তৃতীয় উইকেটে ১৫ ওভারে ৫২ রান যোগ করেন দু’জনে। ২৬ রান করে আউট হন কম্পটন। সহসা জেমস টেইলর (৭) আউট হলে রুটের সঙ্গী হন বেন স্টোকস। পঞ্চম উইকেটে ৮১ রান তুলে অবিচ্ছিন্ন তারা। রুট ৮৬ বলে ৬০ আর আগের ম্যাচের (দ্বিতীয় টেস্ট) ডাবল সেঞ্চুরিয়ান স্টোকস ৩৮ রান নিয়ে ব্যাট করছিলেন। ২টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড। প্রথমটিতে বড় জয় পায় অতিথিরা। আর রানবন্যার দ্বিতীয় টেস্ট ড্র হয়। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে জোহানেসবার্গের এই ম্যাচে জিততেই হবে র‌্যাঙ্কিংয়ের ‘এক নম্বর’ দল দক্ষিণ আফ্রিকাকে। যদিও প্রথম ইনিংসটা তেমন ভাল হয়নি নতুন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সদের। সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার ডিন এলগার, হাসিম আমলা ৪০, ডি ভিলিয়ার্স ৩৬, শেষদিকে ক্রিস মরিস ২৮, ডেন ভিলাস ২৬, তেম্বা বাভুমা ২৩ ও অভিষিক্ত হারদুয়াস ভিলজুয়েন করেন অপরাজিত ২০ রান। ইংলিশদের হয়ে ৩ উইকেট নেন স্টোকস।
×