ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সেমিতে যেতে শুধু জয়ই যথেষ্ট নয়

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ জানুয়ারি ২০১৬

সেমিতে যেতে শুধু জয়ই যথেষ্ট নয়

স্পোর্টস রিপোর্টার ॥ জটিল সমীকরণ সামনে রেখে আজ কম্বোডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আন্তর্জাতিক ফুটবল আসর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এর শেষ চার নিশ্চিত করতে বাংলাদেশ অলিম্পিক দলকে শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। সেই অন্য ম্যাচে মুখোমুখি হবে বাহরাইন বনাম মালদ্বীপ (একই দিনে একই ভেন্যুতে বিকেল ৩টায়)। গ্রুপ ‘বি’ তে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মালদ্বীপ। দ্বিতীয় স্থানে আছে বাহরাইন, তাদের সংগ্রহ ২ খেলায় ৪ পয়েন্ট। সমান খেলায় বাংলাদেশেরও পয়েন্ট ১। তাদের অবস্থান তৃতীয়। সর্বশেষ অবস্থান কম্বোডিয়ার। তাদের সংগ্রহ ২ খেলায় শূন্য পয়েন্ট। বাংলাদেশ অলিম্পিক দল তাদের প্রথম ম্যাচে (যশোরে অনুষ্ঠিত) ১-১ গোলে ড্র করে বাহরাইনের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে ০-২ গোলে হেরে যায় মালদ্বীপের কাছে। আর কম্বোডিয়া তাদের প্রথম ম্যাচে ২-৩ গোলে হারে মালদ্বীপের কাছে। দ্বিতীয় ম্যাচে ০-১ গোলে হেরে যায় বাহরাইনের কাছে। আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে ৪। ওদিকে বাহরাইন-মালদ্বীপ ম্যাচ ড্র হলে পয়েন্টের ভিত্তিতে দুই দলই চলে যাবে সেমিতে। সেক্ষেত্রে জিতেও কোন ফায়দা হবে না বাংলাদেশের। এ জন্য তাদের কামনা করতে হবে মালদ্বীপের জয় বা বাহরাইনের হার। সেটি হলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে বাহরাইনের মতোই ৪। তবে এক্ষেত্রে শর্ত প্রযোজ্য। আর তা হলোÑ বাহরাইনের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তবে বাহরাইন জিতে গেলে এবং বাংলাদেশ হারলে বা ড্র করলে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। কম্বোডিয়া অবশ্য আগেই বিদায় নিয়েছে। স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো। বাহরাইনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রথম পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশ যুব দলের এই হেড কোচ। সে পরীক্ষায় ফুল মার্কস না পেলেও মোটামুটি ভাল নম্বরই পান। বাংলাদেশ দলের যুবাদের খেলায় বেশ আনন্দই পায় দর্শকরা। পরিস্থিতি অনুযায়ী কখনও লম্বা পাসে, কখনও ছোট পাসে খেলে তারা। শারীরিক সক্ষমতায় বাহরাইনের ফুটবলারদের চেয়ে পিছিয়ে থাকলেও অনেকটা সময় তাদের সঙ্গে পাল্লা দিয়েই খেলার চেষ্টা করে। সাফ সুজুকি কাপে বড়দের হারের বদলাটা নিতে পারেনি ছোটরা। হারের পাশাপাশি শেষ চারে যাওয়াটাও অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশ অলিম্পিক দলের। মালদ্বীপের কাছে তারা হারে ২-০ গোলে। কদিন আগে ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবলে এই মালদ্বীপের কাছেই ৩-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এবার সেই দলের কাছেই হারে বাংলাদেশ অলিম্পিক দলও! দুঃস্বপ্নের সাফ ফুটবল শেষ হওয়ার পর দরজায় কড়া নাড়ে ঘরোয়া ফুটবলের অন্যতম বড় আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ। যাকে ঘিরে এবার দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশার মাত্রাটা একটু বেশি। কারণ জাতীয় দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ অনুর্ধ-২৩ ফুটবল দলও। আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দলের পাইপলাইনের খেলোয়াড়রা অংশগ্রহণের সুযোগ খুব কমই পেয়ে থাকেন। কিন্তু এবার ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো আন্তর্জাতিক আসর হওয়ায় সুযোগটা কাজে লাগায় ফেডারেশন। ভবিষ্যতের কথা ভেবে খেলোয়াড়দের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই টুর্নামেন্টে দুটি দল খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। এসএ গেমসের আগে দলের খেলোয়াড়দের সক্ষমতা যাচাই করার সুযোগ করে দেয় এই টুর্নামেন্ট। এখন দেখার বিষয় আজকের ম্যাচে সমীকরণ সব অনুকূলে রেখে বাংলাদেশ অলিম্পিক দল সেমিতে যাওয়া নিশ্চিত করতে পারে কি না।
×