ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাঠখাল ও হাঁটুরিয়া নদীর খনন কাজ পরিদর্শন

প্রকাশিত: ০৮:০১, ১৫ জানুয়ারি ২০১৬

রাষ্ট্রপতির কাঠখাল ও হাঁটুরিয়া নদীর খনন কাজ পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলায় তিনদিনের সফরে গিয়ে নিজ জন্মভূমি কামালপুরে অবস্থান করছেন। বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে দুপুর ১২টায় তিনি কামালপুরের নিজবাড়ি থেকে বের হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে যান। রাষ্ট্রপতি নৌ-বাহিনীর কোস্টগার্ডের একটি হাইস্পিড বোর্টে করে উপজেলার কাঠখাল ও ঘাগড়ায় হাঁটুরিয়া নদীর খনন কাজ পরিদর্শন করেন। এ সময় নদীর দুই পাড়ে নানা শ্রেণী পেশার উৎসুক জনতা ভিড় করেন। রাষ্ট্রপতি নদী খনন কাজ পরিদর্শন শেষে বিকেলে কামালপুরের নিজ বাড়িতে অবস্থান করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ওইদিন নিজ বাড়িতেই রাত্রিযাপন করেন। শুক্রবার বাড়ির পাশের জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
×