ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের স্বর্গ হতে পারে পাকিস্তান ॥ ওবামা

প্রকাশিত: ০৪:১৪, ১৫ জানুয়ারি ২০১৬

সন্ত্রাসের স্বর্গ হতে পারে পাকিস্তান ॥ ওবামা

পাকিস্তানসহ বিশ্বের আরও কয়েকটি অংশ সন্ত্রাসবাদী কার্যকলাপের ‘স্বর্গ’ হয়ে উঠতে পারে, আরও একবার সে আশঙ্কা প্রকাশ করল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন প্রকাশ্যে এ কথাও স্বীকার করতে পিছপা হলো না যে, শুধুই দু’চার বছর নয়, আরও অন্তত একটা দশক পাকিস্তানকে ‘শান্তির স্বর্গ’ ভেবেই তাদের যাবতীয় নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যেতে পারবে ‘আল কায়েদা’, ‘ইসলামিক স্টেটের (আইএস)’ মতো সন্ত্রাসী সংগঠনগুলো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার দেয়া সর্বশেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার। ওবামা ভাষণে বলেন, যতই আল কায়েদা বা আইএসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করতে আমরা ব্যবস্থা নেই না কেন, আগামী এক দশকেও এ সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না। আইএস, আল কায়েদা নির্মূল হলেও নতুন নতুন ছাতার তলায় নতুন নতুন সন্ত্রাসবাদী সংগঠন গজিয়ে উঠবে। আর তারা পাকিস্তান ও আফগানিস্তানসহ এশিয়ার একটা বড় অংশ আফ্রিকা, মধ্য আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে তাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর জন্য একেবারে স্বর্গ বলেই জানে। আরও অন্তত একদশক ধরে তারা ওই সব দেশে তাদের নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাবে। তিনি বলেন, এ সমস্যা মোকাবেলায় শুধু কড়া কথা বলা আর সাধারণ মানুষের ওপর বোমা ফেলার চেয়ে অনেক বেশি দায়িত্ব রয়েছে আমাদের। পুলিশী নিরাপত্তায় সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস পুলিশ ঘিরে রেখেছে। অভিযানের জন্যে বৃহস্পতিবার ফেরিগুলো বাতিল করে লোকজনকে পোতাশ্রয়ের সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই ভবন থেকে পর্যটকদের দেড় শ’ মিটার দূরে রাখা হয়েছে। খবর এএফপির। প্রায়শই ছয় পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা সদস্য ওই এলাকা পাহারা দেয়। এছাড়া অপেরা হাউসের সামনে ছোট্ট নৌকায় করে পুলিশদের টহল দিতে দেখা গেছে। অপেরা হাউসের মুখপাত্র এ বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে পুলিশ তেমন কিছু না বললেও জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলীয় সৈকতগুলোতে তাদের অভিযান চলছে। গতবছর জানুয়ারিতে সিডনি ফেরিতে পরিত্যক্ত একটি প্যাকেট দেখে আতঙ্ক দেখা দিয়েছিল।
×