ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ আসছে জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৪:২৮, ১১ জানুয়ারি ২০১৬

আজ আসছে জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছাবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। বিকাল ৫ টার আগেই পৌঁছাবে এলটন চিগুম্বুরার দল। ঢাকায় পা রেখেই খুলনায় চলে যাওয়ার কথা রয়েছে জিম্বাবুইয়ে ক্রিকেট দলের। মঙ্গলবার থেকেই দলটি খুলনায় অনুশীলনে নেমে যাবে। দুই দলের মধ্যকার ১৫ জানুয়ারি সিরিজ শুরু হবে। এদিন প্রথম টি২০ শেষে ১৭, ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজে অংশ নিতে আফগানিস্তানের বিপক্ষে খেলা দলটিই বাংলাদেশে আসবে। দলে এলটন চিগুম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুটুমবামি, শন উইলিয়ামস, জাস্টিস চিভাভা, নেভিল মাদজিভা, লুক জংগে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা ও ব্রায়ান ভিটরি আছেন। এ সিরিজ খেলার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে জিম্বাবুইয়ে। ‘যাচ্ছে-তাই’ নৈপুণ্য দেখায় দলটি। সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে শুধু হারই হয় নিয়তি। পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলে জিম্বাবুইয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হারে। ৩-২ ব্যবধানে সিরিজ হার হয় জিম্বাবুইয়ের। প্রথম ওয়ানডেতেই হার দিয়ে সিরিজ শুরু করে চিগুম্বুরার দল। দ্বিতীয় ওয়ানডেতেও হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে। এরপর তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে জিতে সিরিজে সমতা আনে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। পঞ্চম ওয়ানডেতে গিয়ে হার হয়। তাতে সিরিজেও হারে। এ হারে জিম্বাবুইয়ে ক্রিকেট সাপোর্টার্স এ্যাসোসিয়েশন চরম হতাশ হয়। এমনকি এ্যাসোসিয়েশনটি নেতৃত্ব থেকে চিগুম্বুরার পদত্যাগও দাবি করে। দ্রুতই ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেয়া হোক, সেই দাবিও তুলে। আফগানিস্তান যে ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে উঠে যায়। আর জিম্বাবুইয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের ১২ নম্বরে নেমে যায়। চিগুম্বুরা, কোচ ডেভ হোয়াটমোর, জিম্বাবুইয়ের ক্রিকেট বোর্ড চেয়ারম্যান টি মুখুলেনকে জাতির কাছে সিরিজ হারের জন্য ক্ষমাও চাইতে বলে সংস্থাটি। জিম্বাবুইয়ে ক্রিকেটারদের মধ্যেও এর প্রভাব পড়ে। তাই তো ওয়ানডে সিরিজ শেষে যখন দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হয়, তাতেও শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুইয়ে। প্রথম টি২০তে হেরে যায়। নিশ্চিত হয়ে যায় আফগানিস্তান স্বল্প ওভারের সিরিজেও হারছে না। এখন যদি দ্বিতীয় টি২০তে জিম্বাবুইয়ে হারে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হবে। আর জিতলে সিরিজে আসবে সমতা। ম্যাচটি রবিবার রাতেই হয়। এ ম্যাচটি খেলেই বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা জিম্বাবুইয়ে দলের। এবারের এ সিরিজটিতে টেস্টও ছিল। কিন্তু টি২০ বিশ্বকাপকে লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুধু টি২০ সিরিজই আয়োজন করছে। বিশ্বকাপ শেষ হলে তখন হবে জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট। জিম্বাবুইয়ের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলেই গতবছরটি শেষ করে বাংলাদেশ। যে বছরটি বাংলাদেশের জন্য ‘সোনালী বছর’ হয়ে আছে। শুধুই জয় ধরা দিয়েছে বছরটিতে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে এমন ইতিহাস গড়ে। এরপর পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালের পর দীর্ঘ ১৬ বছর পর আবার জয় পায়। শুধু জয়ই মিলে না, সিরিজে হারানোর সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশও করে বাংলাদেশ। ভারতকেও ছাড় দেয়নি মাশরাফির দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকাও হার মানে। সিরিজে হারে। এমন শান্তির বছর শেষ হয় জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করে। তবে দুই ম্যাচের টি২০ সিরিজ আর জিতে নিতে পারে না বাংলাদেশ। হার হয় দ্বিতীয় টি২০তে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ২০১৫ সালটি শুরু করা গেলেও জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচে হার দিয়ে বছর শেষ হয়। সেই জিম্বাবুইয়ে আবার আসছে সিরিজ খেলতে। এবারও হবে টি২০ সিরিজ। এবার যখন বাংলাদেশ দল বছর শুরু করছে, তখন প্রতিপক্ষ সেই জিম্বাবুইয়েই। চার টি২০ ম্যাচের সবকটি হবে খুলনায়, শেখ আবু নাসের স্টেডিয়ামে। এ স্টেডিয়ামে ২০০৬ সালে একটিমাত্র ম্যাচ হয়। সেটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুইয়ে। সেই ম্যাচটিতে হারে জিম্বাবুইয়েই। তার মানে এ স্টেডিয়ামে জিম্বাবুইয়ের টি২০তে জয় নেই। ৯ বছর পর আবার যখন খুলনায় খেলা হবে, প্রতিপক্ষ জিম্বাবুইয়ে; তখন ফেবারিট দলটি বাংলাদেশই। তবে টি২০ ম্যাচ বলেই জিম্বাবুইয়েকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। সেই প্রমাণ গতবছর বাংলাদেশের শেষ সিরিজেই মিলেছে। ওয়ানডেতে জিম্বাবুইয়েকে উড়িয়ে দেয়া গেলেও টি২০ সিরিজে সমতা নিয়েই বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়েছে। এবার কী ঘটবে? বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগেই বলেছেন, ‘ক্রিকেটের তিন ফরমেটের মধ্যে টি২০তে আমরা দুর্বল।’ সেই দুর্বলতার সুযোগ কী তাহলে নেবে জিম্বাবুইয়ে? সুযোগ নিলেও যে বাংলাদেশ সিরিজে জিতবে, তা নিশ্চিতই। এখন জিম্বাবুইয়ের চেয়ে যে অনেক শক্তিশালী দল বাংলাদেশ। জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ দিয়েই খুলনায় আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে বাংলাদেশ। সেই থেকে এখন পর্যন্ত জিম্বাবুইয়ের বিপক্ষে ১টি টেস্ট, ১টি ওয়ানডে ও ১টি টি২০ খেলে বাংলাদেশ। কোনটিতেই জিম্বাবুইয়ে জিততে পারেনি। এ স্টেডিয়ামে নির্ধারিত ওভারের কোন ম্যাচে হারেইনি বাংলাদেশ। নির্ধারিত ওভারের জন্য ‘পয়মন্ত’ ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এবার জিম্বাবুইয়েকে ৪ ম্যাচের টি২০ সিরিজেও ধরাশায়ী করার পালা।
×