ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঠানকোট হামলার সত্য উদ্ঘাটনে প্রতিশ্রুতি নওয়াজের

প্রকাশিত: ০৩:২৯, ১১ জানুয়ারি ২০১৬

পাঠানকোট হামলার সত্য উদ্ঘাটনে  প্রতিশ্রুতি নওয়াজের

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তান স্বচ্ছতার সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার দ্রুত তদন্ত করবে এবং সত্য উদ্ঘাটন করবে। তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ব আমাদের ফলপ্রসূতা ও আন্তরিকতা দেখতে পাবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি শনিবার বিকেলে তাকে টেলিফোন করলে তিনি একথা বলেন শরিফ। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ২ জানুয়ারি হামলার তদন্তে নয়াদিল্লীতে সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত নেয়ার একদিন পর কেরি ফোন করেন শরিফকে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গী গ্রুপ জয়েশ-ই-মোহাম্মদের (জেইএম) বন্দুকধারীরা ওই হামলা চালিয়েছে। এ সত্ত্বেও, কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর জোট ইউনাইটেড জিহাদ কাউন্সিল তিনদিন ধরে চলা ওই নির্লজ্জ হামলার দায়িত্ব দাবি করেছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পররাষ্ট্র মন্ত্রী কেরিকে বলেছেন, পাকিস্তান সন্ত্রাস উচ্ছেদে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদেশে সন্ত্রাসী কর্মকা- চালানোর জন্য তাদের দেশকে ব্যবহার করতে দেবে না কোন গ্রুপকে। প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত এক ইশতেহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পাকিস্তানে সকল সরকারী প্রতিষ্ঠান এ সন্ত্রাস যন্ত্রণা উচ্ছেদে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কেরি বলেন, পাকিস্তান ভারতের সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, এ ধরনের কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বের মতো নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি, দুদেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে যদিও সন্ত্রাসীরা তা নস্যাতের চেষ্টা চালিয়েছে। মার্কিন পররাষ্ট্র নীতি বিষয়ক এ বিশেষজ্ঞ বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন এবং অব্যাহত আলোচনা নিশ্চিতের জন্য দুই প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভূমিকার প্রয়োজন রয়েছে। তিনি পাঠানকোট হামলায় সত্য উদ্ঘাটনে প্রধানমন্ত্রীর প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা সম্প্রসারণের কথাও বলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে, হামলার আগে পাকিস্তানে পাঠানকোট হামলাকারীদের ও তাদের নির্দেশ দাতাদের মধ্যে যে যোগাযোগ হয় তা টেলিফোন ট্রান্সক্রিপ্টারে তাদের কাছে ধরা পড়েছে। তারা এ দাবিও করে যে, হামলাকারীরা পাকিস্তানী পাঞ্জাবের মুলতান জেলা থেকে ভারতীয় পাঞ্জাবে প্রবেশ করেছে। সূত্র জানায়, ট্রান্সক্রিপ্ট অনুসারে, হামলাকারীরা শিয়ালকোটে জেইএম প্রধানের সঙ্গে কথা বলেছে, এবং এরপর তাদের মধ্যে একজন বাওয়ালপুরে তার মা ও অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছে ২০ মিনিট ধরে। প্রধানমন্ত্রী কেরিকে বলেছেন যে, পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারত-প্রদত্ত দুটি টেলিফোন নম্বরের ওপর ভিত্তি করে শিয়ালকোট ও বাওয়ালপুর থেকে কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে। সূত্র জানায়, এ আটক ব্যক্তিরা শিয়ারকোটের জেইএম দফতরের কর্মকর্তা এবং একজন হামলাকারীর আত্মীয় স্বজন। এ হামলাকারী বাওয়ালপুরের বলে জানানো হয়। সূত্র জানায়, ভারত পাঠানকোট হামলার তদন্ত বিষয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, উত্তর কোরিয়াকে হালনাগাদ করেছে। ভারতীয় আইনপ্রয়োগ সংস্থা পুলিশ প্রধান সালবিন্দর সিংয়ের পরিবারকে আটক করেছে। তার গাড়িটি হামলাকারীরা ছিনতাই করে ব্যাপক প্রহরাধীন বিমান বাহিনী ঘাঁটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
×