ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজ

খুলনায় অনুশীলন শুরু মাশরাফিদের

প্রকাশিত: ০৫:৫৮, ১০ জানুয়ারি ২০১৬

খুলনায় অনুশীলন শুরু মাশরাফিদের

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে বৃহস্পতিবার গত সপ্তাহের এ পাঁচদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এবার জিম্বাবুইয়ের বিপক্ষে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠেয় চার ম্যাচের টি২০ সিরিজে খেলতে নামার আগে খুলনায় প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা। যেহেতু খুলনাতেই হবে বাংলাদেশ-জিম্বাবুইয়ে টি২০ সিরিজ। তাই শুক্রবার খুলনায় পৌঁছে শনিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাশরাফিরা। খুলনায় অনুশীলনের প্রথমদিনেই নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে। গত সপ্তাহের রবি ও সোমবার ফিটনেস ট্রেইনিং করেছে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ ক্রিকেটার। যুক্তরাষ্ট্রে থাকায় সাকিব আল হাসান ও নাকের অপারেশন করানোয় ইমরুল কায়েস অনুশীলনে অংশ নেননি। মঙ্গলবার ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনের শেষদিনে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব যোগ দেন। যদিও সেদিন ঐচ্ছিক অনুশীলন ছিল। তাই পুরো দলকে একসঙ্গে পাননি সাকিব। খুলনায় প্রথমদিনের অনুশীলনে সবাইকেই পেয়েছেন। আর মিরপুরে ইমরুল অনুশীলন না করলেও খুলনায় মাঠে নেমেছেন। চূড়ান্ত দলের ১৪ ক্রিকেটারের সঙ্গে প্রাথমিক দলের ক্রিকেটাররাও দলের সঙ্গে খুলনায় অবস্থান করছেন। ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহ-অধিনায়ক সাকিব, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানী, নুরুল হাসান সোহান, শুভগত হোম, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেনের সঙ্গে প্রাথমিক দলের নাসির হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহাগ গাজী, মোঃ শহীদ, মোঃ মিঠুন, তাসকিন আহমেদ ও সাকলায়েন সজিবও আছেন। শুক্রবার দলের সঙ্গে খুলনায় যাননি মাশরাফি ও সৌম্য। কারণ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের টি২০ অধিনায়ক জাহানারা আলম ও সালমা খাতুনকে সঙ্গে নিয়ে দুইজনই সাতক্ষীরা যান। শুক্রবার বেলা ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বিবিসি মিডিয়া এ্যাকশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে যোগ দেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি ‘সি-প্লেনে’ চড়ে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর মানিকখালীতে অবতরণ করেন। সেখান থেকে তারা সড়ক পথে আসেন তালা উপজেলায়। মাশরাফি সেখানে পৌঁছে বলেন, ‘আপনাদের কথা শুনতেই আমরা চলে এসেছি। আপনাদের পাশে পেয়ে খুব ভাল লাগছে। আর সব সময় পাশেই থাকতে চাই। খেলার পাশাপাশি কাজও করতে চাই আপনাদের সঙ্গে।’ এরপর অনুষ্ঠানের বিভিন্ন শূটিং-এ অংশ নেন চারজন। অনুষ্ঠান শেষে মাশরাফি ও সৌম্য খুলনার পথে রওনা দেন। খুলনায় গিয়েই প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন। বাংলাদেশ লাল ও সবুজ- এ দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন মাশরাফিরা। প্রথম প্রস্তুতি ম্যাচে লাল দলের অধিনায়ক থাকেন মাশরাফি। যে দলে তামিম, সোহান, সৌম্য, সাব্বির, রিয়াদ, নাসির, মিঠুন, রনি, তাসকিন ও সাকলায়েন থাকেন। আর সবুজ দলের নেতৃত্বে থাকেন সাকিব। এই দলটিতে মুশফিক, ইমরুল, লিটন, বিজয়, শুভাগত, মোসাদ্দেক, সোহাগ, মুস্তাফিজ, শহীদ ও আরাফাত সানি থাকেন। প্রথম ম্যাচে সাকিবের দল জিতে ১৯ রানে। খুলনায় জিম্বাবুইয়ের বিপক্ষে খেলতে নামার আগে টি২০’র দীক্ষা ভালভাবে নিতে এবং খুলনার উইকেট সম্পর্কে ভাল জ্ঞান নিতেই এ প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। সেই সঙ্গে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে খেলতে নামার আগে খুলনায় প্রস্তুতিও শুরু হয়ে যায়।
×