ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় রাগবি আজ শুরু

প্রকাশিত: ০৫:৫৬, ১০ জানুয়ারি ২০১৬

ওয়ালটন জাতীয় রাগবি আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় পুরুষ ও মহিলা রাগবি। তিনদিনব্যাপী প্রতিযোগিতা ১২ জানুয়ারি শেষ হবে। বাংলাদেশ রাগবি ফেডারেশন, ইউনিয়নের ব্যবস্থাপনায় ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ । এফ. এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘২০১৪ সালে ওয়ালটন গ্রুপ জাতীয় রাগবির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এবারও হয়েছে। তবে পাইওনিয়ার হিসেবে এবারই প্রথম জাতীয় মহিলা রাগবি শুরু করার উদ্যোগ নিয়েছে ওয়ালটন। সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে। দেশে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে। তারা চাইলে কোটি কোটি টাকার পৃষ্ঠপোষকতা করতে পারে। কিন্তু খেলাধুলার উন্নয়নে তারা এগিয়ে আসে না। ওয়ালটন এক্ষেত্রে ব্যতিক্রম। তারা তাদের সীমিত সামর্থ্য দিয়ে দেশের খেলাধুলাকে এগিয়ে নিচ্ছে। তারা শুধু রাগবি নয়, সব ফেডারেশনের সঙ্গেই যুক্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১১টি ও মহিলা বিভাগে চারটি দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগের ১১টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর মহিলা বিভাগের চারটি দলকে দু’টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
×