ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সারদা কেলেঙ্কারি ॥ তৃণমূলের ১০ শীর্ষ নেতাকে জেরা করবে সিবিআই

প্রকাশিত: ০৪:৩০, ১০ জানুয়ারি ২০১৬

সারদা কেলেঙ্কারি ॥ তৃণমূলের ১০ শীর্ষ নেতাকে জেরা করবে সিবিআই

সারদা কেলেঙ্কারি মামলায় ফের অস্বস্তিতে ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। খুব শীঘ্রই সারদা কেলেঙ্কারি নিয়ে দশ তৃণমূল নেতাকে জেরা করবে সিবিআই। বিধানসভা ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে। এ অবস্থায় ফের সেই সারদাই গলার কাঁটা হতে চলেছে তৃণমূলের। খবর ওয়ান ইন্ডিয়ার। এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, জেরা করে পাওয়া তথ্য এবং ওই নেতাদের বিরুদ্ধে পাওয়া প্রমাণের ওপর ভিত্তি করেই তাদের নাম ফাইনাল চার্জশীটে দেয়া হবে। এখনও পর্যন্ত সারদা মামলায় যতজনকে সিবিআই জেরা করেছে তাতে এই দশ তৃণমূল নেতার নামই সবচেয়ে বেশিবার উঠে এসেছে। এই নেতারা যে সরাসরি সারদার সুবিধাভোগী শুধু তাই নয়, এই অবৈধ জালিয়াতি ব্যবসা চালিয়ে যেতেও তারা মদদ দিয়ে গেছেন। সিবিআইয়ের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, দশজনের মধ্যে চারজন তৃণমূলের লোকসভা সদস্য, তিনজন রাজ্যসভা সদস্য, একজন সাবেক এমপি ও তার স্ত্রী এবং এক শিল্পী রয়েছেন। কুণাল ঘোষ বা মদন মিত্ররা এ তালিকায় নেই। কারণ তারা ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন। সিবিআই সূত্রে আরও জানা গেছে, এতদিন সারদা কেলেঙ্কারি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মদন মিত্র। বোধহয় তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। কয়েক দিন আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সারদা মামলায় জড়িত থাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। ফলে সারদা মামলার শেষ চার্জশীট দেয়ার আগে শেষবেলায় জোরকদমে মাঠে নেমেছে সিবিআই। ইতোমধ্যেই ষষ্ঠ সম্পূরক চার্জশীটে কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের নাম উল্লেখ করেছে সিবিআই। তবে সেখানে তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহার যুদ্ধাপরাধ হতে পারে ইয়েমেনের রাজধানী সানায় চলতি সপ্তাহে বেসামরিক আবাসিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে মর্মে ‘গুরুতর প্রতিবেদন’ পেয়েছে জাতিসংঘ। এ ধরনের সমরাস্ত্র বাছবিচারহীনভাবে ব্যবহার করা যুদ্ধাপরাধ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব সংস্থাটি। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক শুক্রবার এসব কথা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। ডুজারিক বলেন, সানার আবাসিক এলাকায় এবং বেসামরিক ভবনে ব্যাপক বিমান হামলার প্রতিবেদন নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এসব বেসামরিক ভবনের মধ্যে চেম্বার অব কমার্স ভবন, একটি কমিউনিটি সেন্টার এবং অন্ধদের একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। সানার কয়েকটি এলাকায় বুধবার হামলায় ক্লাস্টারবোমা ব্যবহারের গুরুতর প্রতিবেদন হাতে পেয়েছেন বান কি মুন জনবহুল এলাকাগুলোতে ক্লাস্টার বোমার ব্যবহার যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে। ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
×