ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অপরিবর্তিত দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৫:২৭, ৯ জানুয়ারি ২০১৬

অপরিবর্তিত  দক্ষিণ  আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের বাকি দুই টেস্ট এবং ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা দায়িত্ব ছাড়ায় দুই ভার্সনেই নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর আমলার দূরন্ত ডাবল সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় টেস্ট ড্র করে স্বাগতিকরা। সিরিজ জিততে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল প্রোটিয়াদের জন্য তাই বাকি দুই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জোহানেসবার্গে তৃতীয় টেস্ট শুরু ১৪ জানুয়ারি। উল্লেখ্য, ভারত সফরে টেস্টে ভরাডুবি হলেও ওয়ানডে আর টি২০তে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন কেবল এ্যারন ফাঙ্গিসো, ফিরেছেন রাইলি রুশো। টেস্ট শেষে পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি২০তে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। টেস্ট দল ॥ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, কুইন্টন ডি’কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডুপ্লেসিস, ডিন এলগার, মরনে মরকেল, ক্রিস মরিস, ড্যান পিয়েড, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জল, হারদাজ ভিলজোয়েন। ওয়ানডে দল ॥ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বিহারদিয়ান, কুইন্টন ডি’কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডুপ্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন।
×