ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাদ যাচ্ছেন না মনিকা লিউনস্কিও

হিলারিকে ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ

প্রকাশিত: ০৫:১৬, ৯ জানুয়ারি ২০১৬

হিলারিকে ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের বিরুদ্ধে যে প্রচার অভিযান শুরু করেছেন তাতে বাদ যাচ্ছেন না মনিকা লিউনস্কিও। হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে জড়িয়ে হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিশ মনিকার স্ক্যান্ডালের বহু পুরনো কাহিনীকে এখন প্রচার যুদ্ধের উপজীব্য করে তুলেছেন ট্রাম্প। টাইমস অব ইন্ডিয়া। ট্রাম্পের ইনস্টাগ্রামে বৃহস্পতিবার পোস্ট বিশেষভাবে তৈরি ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে মনিকা লিউনস্কিকে দেখান হয়েছে। এতে তার পাশে ক্লিনটনকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রিপাবলিকান দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প এখন প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশী হিলারিকে টার্গেট করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। ১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট থাকাকালে ক্লিনটন মনিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। ক্লিনটন এক পর্যায়ে স্বীকারও করেন যে, মনিকার সঙ্গে তার ‘অযথাযথ’ সম্পর্ক ছিল। হিলারি সাবেক ফার্স্টলেডি ছাড়াও সিনেটর এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দেখা দেছে হিলারি বলছেন, ‘নারী অধিকার হচ্ছে মানবাধিকার এবং মানবাধিকার হচ্ছে নারীর অধিকার।’ ভিডিওতে আরও দেখানো হয়েছে, সাবেক কংগ্রেস সদস্য এ্যান্টোনি ওয়েনারের পাশে হিলারি দাঁড়িয়ে রয়েছেন। যৌন কেলেঙ্কারির দায় নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে ওয়েনারকে পদত্যাগ করতে হয়েছিল। এছাড়া ভিডিও হিলারির পাশে তুলে ধরা হয়েছে কমেডিয়ান বিল কসবিকেও। নারীর ওপর যৌন হামলার দায় নিয়ে বিল কসবি এখন ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। ক্লিনটনকে এক কেলেঙ্কারি কলঙ্কিত প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করাকে বিলিওনিয়ার ও রিয়েল এস্টেট মুঘল ট্রাম্প এখন প্রচারাভিযান কৌশল হিসেবে নিয়েছেন। বিনিয়োগ তুলে নেয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অগ্রগামী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে সেখানে তিনি তার ১শ’ কোটি মার্কিন ডলারের পরিকল্পিত বিনিয়োগ বাতিল করবেন। এ মার্কিন রাজনীতিবিদের ব্যবসা-সাম্রাজ্যের এক মুখপাত্র বুধবার এ কথা বলেছেন। ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান বলেছে, প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পের ঘৃণাসূচক ভাষণের কারণে ব্রিটেন প্রবেশে বাধা দেয়া হবে কিনা এ ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ট্রাম্প অর্গানাইজেশন বলেছে, এ উদ্যোগ নেয়া হলে একটি ঝুঁকিপূর্ণ নজিরের সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি বলেছে, এ মার্কিন ধনকুবের স্কটল্যান্ডে তার মালিকানাধীন দুটি গল্ফ মাঠে মোট ৭০ কোটি পাউন্ড (৯৫ কোটি ইউরো, ১শ’ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছেন। মুখপাত্র জর্জ সরিয়াল এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের যুক্তরাজ্য সফরের ওপর কোন ধরনের কড়াকড়ি আরোপ করা হলে ট্রাম্প অর্গানাইজেশন তাৎক্ষণিকভাবে এ পরিকল্পনা প্রত্যাহার করবে এবং বর্তমানে আমরা যুক্তরাজ্যে যে বিনিয়োগের কথা ভাবছি তার পুরোটাই প্রত্যাহার করব।
×