ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলা ॥ হত ৬৫

প্রকাশিত: ০৮:৪৫, ৮ জানুয়ারি ২০১৬

লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলা ॥ হত ৬৫

জনকণ্ঠ ডেস্ক ॥ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিলিতানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলায় ৬৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১২৭ জন। পুলিশ কর্মকর্তা ও হাসপাতাল কর্মীরা একথা জানান। শহরটি ত্রিপোলী থেকে ১৬০ কিমি পূর্বে অবস্থিত। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের। বৃহস্পতিবার আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় শত শত পুলিশ সদস্য সেখানে জমা হচ্ছিল বলে জানান শহরটির মেয়র মিফতাহ লাহমাদি। হামলার দায় কেউ স্বীকার করেনি। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে এ প্রশিক্ষণ কেন্দ্রটি সামরিক ঘাঁটি ছিল। ২০১১ সালে গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকেই লিবিয়া পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। ইসলামিক স্টেট (আইএস) সেখানে মাথাচাড়া দিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। জঙ্গীদের দৌরাত্ম্য বাড়তে শুরু করার পর থেকে লিবিয়ায় এটি বড় ধরনের বোমা হামলা।
×