ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিরাপত্তা পরিষদ

প্রকাশিত: ০৬:০৭, ৮ জানুয়ারি ২০১৬

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা অবিলম্বে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেয়ার বিষয়ে কাজ শুরু করবে। পিয়ংইয়ং বুধবার প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর এ ঘোষণা দিল জাতিসংঘ। খবর এএফপি ও বিবিসির। জাতিসংঘ এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। উত্তর কোরিয়ার দাবি সঠিক হলে, তা হবে ২০০৬ সালের পর কমিউনিস্ট রাষ্ট্রটির চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর ঘটনা। নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট এলবিও রোজিলি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি স্পষ্ট হুমকি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা উত্তর কোরিয়া কোন পারমাণবিক পরীক্ষা চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ব্যাপারে অঙ্গীকার করেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে, দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা পরিষদ শীঘ্রই কাজ শুরু করবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার উত্তর কোরিয়ার এ বোমা পরীক্ষাকে ‘খুবই উদ্বেগজনক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়াকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার সম্মিলিত আহ্বান জানিয়ে এলেও দেশটির সদ্য চালানো বোমা পরীক্ষায় আরও একবার নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবনা লঙ্ঘিত হলো। তাছাড়া এ পদক্ষেপ পারমাণবিক অস্ত্র পরীক্ষা-বিরোধী আন্তর্জাতিক রীতিনীতির গুরুতর লঙ্ঘন। আমি ডিপিআরকেকে (উত্তর কোরিয়া) আর কোন পারমাণবিক তৎপরতা চালানো বন্ধ করার আহ্বান জানাচ্ছি। তবে উত্তর কোরিয়ার দাবি মোতাবেক ওই বোমা যথেষ্ট শক্তিশালী কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক বিশ্লেষণে যা বোঝা গেছে, তা দেশটির দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
×