ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনন্দজাগানিয়া দ্যুতিতে ঝলমল

প্রকাশিত: ০৩:৫৬, ৭ জানুয়ারি ২০১৬

আনন্দজাগানিয়া দ্যুতিতে ঝলমল

শ্যামল চৌধুরী মহাকালের হিসাবের খাতা থেকে হারিয়ে গেল আরও একটি বছর ২০১৫ সাল। পুরনো খাতার হিসাব চুকিয়ে খোলা হলো নতুন বছরের নতুন খাতা। গেল বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশাকে পেছনে ফেলে শুরু হলো নতুন বছর ২০১৬ সাল। নববর্ষ মানে পুরাতনকে বিদায় দিয়ে নতুনের শুভ উদ্বোধন। পূর্ব দিগন্তে উঁকি দিয়েছে নতুনের লাল সূর্য। শীতের কুয়াশার চাদর ভেদ করে উদিত হয়েছে নববর্ষের নবসূর্য। আনন্দজাগানিয়া সূর্যকিরণের দ্যুতিতে চারদিক আজ ঝলমল। নতুন বছরের নতুন বাঁশির সুরে মুখরিত চারদিক। নতুন দিনের নতুন প্রেরণায় জেগে ওঠার দিন এখন। পেছনের যত দুঃখ, গ্লানি, হিংসা, বিদ্বেষ দূর করে নব উদ্যোগে এগিয়ে যাওয়ার দিন আজ। নতুন বছরের শুভক্ষণে প্রতিটি অন্তরে বাজে আজি আগমনী হিল্লোল। নতুন বছরের প্রথম প্রহরের সূর্যালোক ধরিত্রীর জন্য নিয়ে এসেছে অনাবিল শান্তির বারতা। নতুন দিনের নতুন আশা সঞ্চারিত হোক প্রতিটি হৃদমন্দিরে। প্রাণে প্রাণে মেলবন্ধন অটুট থাকুক বছরজুড়ে। বিদায়ী বছরের বিষাদ ভুলে প্রাণে প্রাণে বেজে উঠুক হর্ষনিনাদ। নতুনে নতুন মিশিয়ে হারিয়ে যাই নববর্ষের আগমনে। উঁচিয়ে ধরি নতুনের কেতন। নতুন বছরের নতুন আশা চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তির বারতা। মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে
×