ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে

প্রকাশিত: ০৩:৫৭, ৬ জানুয়ারি ২০১৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে

সৌদি আরব ও ইরানের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরেক দফা উত্তেজনা বেড়েছে। শনিবার শিয়া নেতা শেখ নিমর বাকর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদ- কার্যকরকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দুদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে। এদিকে তুরস্ক উভয় দেশকে সংযত আচরণের আহ্বান জানিয়ে বলেছে, কূটনৈতিক এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের সাবির্ক অবস্থা আরও খারাপ করে তুলতে পারে। খবর ওয়াশিংটন পোস্ট ও বিবিসি অনলাইনের। মধ্যপ্রাচ্য এখন ক্রমেই সংঘাতময় পরিস্থিতির দিকে এগোচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেয়ার জন্য শনিবার নিমরের মৃত্যুদ- কার্যকরের প্রাথমিক প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে অগ্নি সংযোগের পর রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। রিয়াদের দেখাদেখি বাহরাইন ও সুদানও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলেও সীমিত করে। আমিরাত ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী। সুদান বলেছে, রিয়াদের প্রতি সংহতি দেখিয়ে তারা তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। যদিও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দেশটির প্রভাব সামান্যই। সোমবার বাগদাদে সৌদি দূতাবাস টার্গেট করে রকেট হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর তুরস্ক উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমুস বলেছেন, ‘পরিস্থিতি এখন যথেষ্ট উত্তেজনাপূর্ণ। ঢের হয়েছে। আমরা এখন শান্তি চাই’। তিনি তেহরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সৌদি আরবের শিয়া নেতা নিমরের মৃত্যুদ- কার্যকরেরও সমালোচনা করেন। তিনি বলেন, তার দেশ মৃত্যুদন্ড সমর্থন করে না। বিশেষ করে সেটি যখন রাজনীতি প্রভাবিত হয়। তিনি আরও বলেন, ‘ইরান ও সৌদি আরব উভয় আমাদের বন্ধু। দেশ দুটি যুুদ্ধে লিপ্ত হোক সেটি আমরা চাই না। যুদ্ধে না যাওয়াই এই অঞ্চলকে রক্ষার সর্বশেষ উপায়।’ সৌদি আরবের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার তেহরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে। তবে নিরাপত্তা পরিষদের ওই বার্তায় নিমরের মৃত্যুদ- কার্যকরের বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি। জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুয়াল্লিমি সোমবার বলেছেন, ‘আমাদেরসহ ইরান এই অঞ্চলে অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করলেই কেবল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। রিয়াদ এর আগেও আঞ্চলিক বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তেহরানের সামালোচনা করেছিল। এদিকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ইরানের সঙ্গে বিমান চলাচল ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবায়ের সোমবার বলেছেন, কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করতে হলে ইরানকে অবশ্যই ‘স্বাভাবিক আচরণ’ করতে হবে। তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করতে যাচ্ছি। দেশটির সঙ্গে সবধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে।’ তবে ইরানী হজযাত্রীরা মক্কা মদিনার মতো ধর্মীয় পবিত্র স্থানগুলো জিয়ারতের উদ্দেশে সৌদি আরব আসতে পারবে বলে তিনি জানিয়েছেন। ইরান বলেছে, নিমরের মৃত্যুদ- কার্যকর করে সৌদি আরব ‘কৌশলগত ভুল’ করেছে। তেহরানের দাবি, রিয়াদকে এটি না করার জন্য বারংবার অনুরোধ করা হয়েছিল কিন্তু তারা তাতে কান দেয়নি। নিমরের মৃত্যুদন্ড কার্যকর করা হলে যে কঠিন পরিস্থিতির উদ্ভব সে বিষয়ে সৌদি আরবকে সতর্ক করা হয়েছিল। এছাড়া তেহরান সৌদি দূতাবাসে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে। সৌদি-ইরান সম্পর্কে সর্বশেষ টানাপোড়েনের জের দেশদুটোর ভৌগোলিক সীমা পেরিয়ে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। ইয়েমেন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান এবং সিরিয়ার গৃহযুদ্ধে শাসক বাশার আল আসাদকে ইরানের সমর্থন যুগিয়ে চলায় দেশদুটির মধ্যে সম্পর্কে আগে থেকেই তিক্ত ছিল। এছাড়া শিয়া প্রধান ইরান ও সুন্নি প্রধান সৌদি আররে মধ্যকার এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের পুরনো শিয়া-সুন্নি সংঘাতকে ফের চাঙ্গা করে তুলতে পারে বলেও অনেকের আশঙ্কা।
×