ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বান কি মুন এ বছর আসছেন

পুরুষ কর্মী নিয়োগের বাধা তুলে নিয়েছে সৌদি আরব

প্রকাশিত: ০৫:৩১, ৫ জানুয়ারি ২০১৬

পুরুষ কর্মী নিয়োগের বাধা তুলে নিয়েছে সৌদি আরব

কূটনৈতিক রিপোর্টার ॥ অভিবাসন উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ফোরামের (জিএফএমডি) নবম সম্মেলনে যোগ দিতে চলতি বছর ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। চলতি বছর ৮-১২ ডিসেম্বর ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নিয়োগে সকল বাধা তুলে নিয়েছে সৌদি আরব। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আজ মঙ্গলবার তিনদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জিএফএমডির বর্তমান সভাপতি বাংলাদেশ। অভিবাসন উন্নয়ন বিষয়ক এই বৈশ্বিক ফোরামের নবম সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, অভিবাসন উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ফোরামের সভাপতি বাংলাদেশ। চলতি বছর থেকে বাংলাদেশ এই পদের দায়িত্ব পালন করছে। সভাপতি হিসেবে বাংলাদেশ চলতি বছর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশ প্রত্যাশা করছে তিনি এই সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক অভিবাসন ফোরামে ১৬০টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। এতে বিশ্বের ৫০টি দেশের মন্ত্রী উপস্থিত থাকবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ জিএফএমডির নবম সম্মেলন আয়োজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এখন অভিবাসন বিষয়টি শুধু উন্নয়নের বিষয় নয়, এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত। অভিবাসন ব্যবস্থাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে আরও গুরুত্ববহনের জন্য এই সম্মেলনের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী জানান, বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগে সকল বাধা তুলে দিয়েছে সৌদি আরব। সেখানে পুরুষ কর্মী পাঠাতে আর কোনও বাধা নেই। সচিব জানান, এখন থেকে দেশটিতে নারী কর্মীর পাশাপাশি বিভিন্ন খাতে পুরুষ কর্মীরাও যেতে পারবেন। একই সঙ্গে নারী কর্মীদের নিরাপত্তা ও বেতন বৃদ্ধির বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। তিনি বলেন, গত সপ্তাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসি সৌদি আরব সফরে গেলে দেশটির পক্ষ থেকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়। তিনি আরও বলেন, গত বছরের রোজার ঈদের আগে সৌদি আরব বাংলাদেশ থেকে ৫০ হাজার গৃহকর্মী চেয়েছিল। ওই সময়ের মধ্যে আমরা মাত্র ৫ হাজার নারী কর্মী পাঠাতে সক্ষম হয়েছিলাম। সৌদি আরবের পক্ষ থেকে বেশিসংখ্যক নারী কর্মী না পাঠালে পুরুষ কর্মী নিয়োগের বিষয়ে একটা অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে থেকে ২০ হাজারের মতো নারী শ্রমিক পাঠানো হয়েছে। সে প্রেক্ষিতে পুরুষ কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানানো হয়। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী সৌদি আরব সফরে যাবেন। এ সফরকালে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সৌদি আরবে পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে সৌদি সামরিক জোটের বিষয়ে কোন আলোচনা হবে কি-না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রী সৌদি আরব যাচ্ছেন। সেখানে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে। বৈঠককালে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। যখন দুইটি দেশের পররাষ্ট্র মন্ত্রী আলোচনায় বসেন, তখন অনেক বিষয়েই আলোচনা হয়। তবে সৌদি জোটের বিষয়ে সরাসরি কোন মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব। ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের মধ্যেই সৌদি আরব সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী। যদিও এটি তার পূর্ব নির্ধারিত সফর। এই সফরে ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কোন প্রভাব ফেলবে কি-না এমন প্রশ্নের উত্তরেও কোন মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যেই সৌদি আরবের নেতৃত্বে গঠিত আইএস বিরোধী এক সামরিক জোটে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। এই জোটের লক্ষ্য ও উদ্দেশ্য এখনও স্পষ্ট করেনি সৌদি আরব। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সৌদি সফরের সময় এই জোটের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
×