ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লক্ষ্য বাজার সম্প্রসারণ

১৪ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৮, ৫ জানুয়ারি ২০১৬

১৪ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

নাজনীন আখতার ॥ বাণিজ্য সম্প্রসারণ, নতুন নতুন বাজার তৈরি ও দেশীয় পণ্য উপস্থাপনের লক্ষ্যে চলতি বছরের জুন মাস পর্যন্ত ১৪টি আর্ন্তজাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জাপান ও ফ্রান্সে অনুষ্ঠিতব্য দুটি মেলায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জাপানের মেলায় বাংলাদেশ তৈরি পোশাক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং ফ্রান্সে অনুষ্ঠিতব্য মেলাটিতে বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে অংশ নেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাব কমিটির সুপারিশ অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৩৩টি মেলা সংবলিত মেলা ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়। এতে চলতি অর্থবছরের শেষ ছয় মাসে অর্থাৎ জুন মাস পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের তথ্য রয়েছে। মেলাকে সামনে রেখে বাজার সম্প্রসারণের লক্ষ্যে সংসদীয় কমিটি বাণিজ্যিক হাবগুলোতে যেমন- রাশিয়া, ব্রাজিল, জাপান, দুবাই, চীন, হংকং ইত্যাদি দেশের মেলায় বাংলাদেশের অংশগ্রহণের আগে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার সুপারিশ করেছে। সেসব মেলায় যারা তদারকির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্বপালনের বিষয়ে জবাবদিহিমূলক ব্যবস্থা নেয়া এবং সরকারী কর্মকর্তা যারা মেলার দায়িত্বে থাকেন একান্ত অপরিহার্য ছাড়া অতিরিক্ত কোন কর্মকর্তা ও কর্মচারীকে মেলার নাম করে বিদেশ ভ্রমণের প্রবণতা বন্ধেরও সুপারিশ করেছে সংসদীয় সাব কমিটি। বাণিজ্যমেলার বার্ষিক ক্যালেন্ডার থেকে জানা গেছে, তথ্য প্রযুক্তি পণ্য ও সেবা বিষয়ে এমসিসিআইয়ের তত্ত্বাবধানে বছরের প্রথম মেলায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৩ জানুয়ারি মেলাটি শুরু হবে। শেষ হবে ১৬ জানুয়ারি। পোশাক শিল্পখাতে চলতি বছর ২০ জানুয়ারি জাপানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফ্যাশন ফেয়ার আইএফএফ জানু ২০১৬ তে অংশ নেবে বাংলাদেশ। এ মেলাটি বাংলাদেশের পক্ষে তত্ত্বাবধান করবে পোশাক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। ২২ জানুয়ারি মেলাটি শেষ হবে। এই মেলাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিচ্ছে। ফ্রান্সের ২০১৬ টেক্সওয়ার্ল্ড-৩৮তম এডিশন (দি ইন্টারন্যাশনাল, এ্যাপারেল সোর্সিং শো) আন্তর্জাতিক মেলাতে অংশ নেয়াও বাংলাদেশের জন্য নতুন। ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য মেলাটি বাংলাদেশের পক্ষ থেকে তদারকি করবে বাংলাদেশ মিশন। একই মাসে জার্মানির বার্লিনে এশিয়া এ্যাপারেল মেলায় বিজিএমইএ ও বাংলাদেশ মিশনের যৌথ তত্ত্বাবধানে অংশ নেয়া হবে। এ মেলায় বাংলাদেশ আগেও অংশ নিয়েছে। তথ্য প্রযুক্তি ও সেবা খাতে জার্মানিতে ১ থেকে ৫ মার্চ পর্যন্ত সেবিট-২০১৬তে বাংলাদেশ অংশ নেবে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও এমসিসিআইয়ের তত্ত্বাবধানে। এছাড়া ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আমিবিএনটি ২০১৬ (এমসিসিআই ও বাংলাক্রাফটের যৌথ তত্ত্বাবধান), ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত হংকং হাউজ ওয়ারফেয়ার (বাংলাদেশ মিশন, এমসিসিআই ও বাংলাক্রাফটের যৌথ তত্ত্বাবধান), চীনের গুয়াংঝুতে ৩ মে থেকে ৫ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য সু এ্যান্ড লেদার ফেয়ার (বিএফএলএলএএফইএ এবং এমসিসিআইয়ের যৌথ তত্ত্বাবধান), বেলজিয়ামের ব্রাসেলসে এপ্রিলে অনুষ্ঠিতব্য সি ফুড এক্সপো গ্লোবাল ২০১৫-২০১৬ (ফরমার ইউরোপিয়ান সি ফুড এক্সপোজিশন) (বিএফএফইএ এবং এমসিসিআইয়ের যৌথ তত্ত্বাবধান), বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের গৌহাটিতে অনুষ্ঠিতব্য ২৩তম ইন্টারন্যাশনাল গৌহাটি ট্রেড ফেয়ার, ফেব্রুয়ারিতে ১৫তম শিলং ট্রেড ফেয়ার ও ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরায় ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এবং ৬ থেকে ১০ জুন পর্যন্ত চীনের কুনমিংয়ে চায়না সাউথ এশিয়ান এক্সপো মেলায় বাংলাদেশ মিশন ও ইয়াননান প্রদেশের গর্বনরের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেলায় অংশ নেবে বাংলাদেশ।
×