ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নববর্ষে ইউরোপীয় রাজধানীগুলোতে কড়া সতর্কতা

প্রকাশিত: ০৬:২৮, ১ জানুয়ারি ২০১৬

নববর্ষে ইউরোপীয় রাজধানীগুলোতে কড়া সতর্কতা

ইংরেজী নববর্ষ অনুষ্ঠানকে সামনে রেখে ইউরোপের বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মকর্তারা সম্ভাব্য সন্ত্রাসী ষড়যন্ত্র নিয়ে সতর্কও রয়েছেন। খবর বিবিসি অনলাইনের। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নববর্ষ উপলক্ষে আতশবাজি ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্যারিস, লন্ডন, বার্লিন ও মস্কোসহ শহরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তুরস্কে নিরাপত্তা বিভাগ বলেছে, আঙ্কারায় নববর্ষ অনুষ্ঠানে হামলার বড় ধরনের এক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে তারা। অস্ট্রীয় পুলিশ এ সপ্তাহের প্রথম দিকে দাবি করেছে, একটি বন্ধুভাবাপূর্ণ গোয়েন্দা সংস্থা তাদের সতর্ক করে দিয়ে বলেছে যে, ইউরোপীয় বড় রাজধানীগুলো নববর্ষের ছুটিতে সন্ত্রাসী হামলায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ব্রাসেলসে আতশবাজি বাতিল নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য আতশবাজি পোড়ানো ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন বাতিল করা হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার মতো বেলজিয়ামেও হামলা হতে পারে এমন আশঙ্কায় ইংরেজী বছরের শুরুর দিনটি উদযাপনের সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লেস মিচেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রাসেলসে থার্টিফার্স্টের ওই অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল- এমন সন্দেহভাজন দু’ব্যক্তিকে এ সপ্তাহের শুরুতে গ্রেফতার করেছে পুলিশ। আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের এই অনুষ্ঠান বেলজিয়ামের বহু বছরের ঐতিহ্য। গত বছরের অনুষ্ঠানে ব্রাসেলসে ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এক লাখ মানুষ। ব্রাসেলসের মেয়র ইভান মাইওর বলেন, যে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে আসবেন, তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব নয়।
×