ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোরখা পরলেই জরিমানা

প্রকাশিত: ০৪:১০, ২৭ নভেম্বর ২০১৫

বোরখা পরলেই জরিমানা

সুইজারল্যান্ডের তিসিনো প্রদেশের নতুন আইনে বলা হয়েছে, কোন নারী মুখ ঢেকে বোরখা পরলে তাকে ৬৫০০ পাউন্ড জরিমানা করা হবে। এমনকি রেস্টুরেন্ট বা শপিং মলেও বোরখা পরে কাজ করা যাবে না। ২০১৩ সালে ঘটে যাওয়া একটি ঘটনা এবং সাম্প্রতিক আইএসের নাশকতার কারণেই তিসিনো প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। -আইবিটাইমস আইএস সহায়তায় ওবামা! ‘আইএসের সঙ্গে যুক্ত’ এমন সামাজিক মাধ্যমের এ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে এমন ২০,০০০ এ্যাকাউন্টের তালিকা দেয়া হ্যাকিং দল ‘এ্যানোনিমাস’। এই তালিকার মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটার এ্যাকাউন্টও। এছাড়াও রয়েছে হিলারি ক্লিনটন, হোয়াইট হাউস, নিউইয়র্ক টাইমস ও বিবিসির এ্যাকাউন্টও। কিন্তু এসব এ্যাকাউন্ট থেকে কখনও আইএসকে সহায়তা করা হয়নি আর সব এ্যাকাউন্টই এখনও চালু আছে। অন্যরা মনে করছেন, শুধু আরবীতে টুইট করার কারণেই তাদের এ্যাকাউন্ট ‘টার্গেট’ করা হয়েছে। -ওয়েবসাইট
×