ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ানদের হারিয়েছে জাহানারারা

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ নভেম্বর ২০১৫

জিম্বাবুইয়ানদের হারিয়েছে জাহানারারা

স্পোর্টস রিপোর্টার ॥ মাশরাফি বিন মর্তুজারা ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করেছে। একই ধারা বজায় রেখেছে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ অনুর্ধ-১৯ দলও। এবার সেই পথেই এগিয়ে চলেছে বাংলাদেশ নারী ক্রিকেটাররাও। দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুইয়ে নারী ক্রিকেট দলকে ৩৫ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুইয়ে ‘এ’ দলকে জিম্বাবুইয়ের মাটিতে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দলকেও চার ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মাটিতে ৪-০তে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এবার জিম্বাবুইয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার পালা বাংলাদেশ নারী দলের। বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় টি২০তে জিতলেই হয়ে গেল। কক্সবাজারে প্রথম টি২০তে জিম্বাবুইয়ের নারীদের হারিয়ে দুই ম্যাচ টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেছে জাহানারা-আয়েশা-ফারজানা-সালমা-রিতু-পান্নারা। আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। আয়েশা রহমান ৫০, শারমিন আখতার ৩৫ ও ফারজানা হক অপরাজিত ৩২ রান করেন। তিনটি উইকেট যে বাংলাদেশের পড়ে তিনটিই রান আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। সার্নি মায়েরস সর্বোচ্চ ২৯ রান করেন। রুমানা আহমেদ একাই ৩ উইকেট নেন। বাংলাদেশ দারুণ শুরু করে। ব্যাটিং উদ্বোধন করতে নামেন আয়েশা রহমান এবং শারমিন আখতার। ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেন ৭৬ রান। ১৪তম ওভারে বিদায় নেন শারমিন। আউট হওয়ার আগে ৪৫ বলে তিনটি চারের সাহায্যে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আরেক ওপেনার আয়েশা আউট হওয়ার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৫০ রান। ৫৪ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে আয়েশা তার ইনিংসটি সাজান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ফারজানা মাত্র ২১ বলে চারটি চার হাঁকিয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে রিতু মনি ফেরেন শূন্য হাতে। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান আসে সার্নি মায়েরসের ব্যাট থেকে। এছাড়া ১৯ রান করেন ওপেনার মিলিলো। ১৭ রান করে অপরাজিত থাকেন মুসোন্দা, ১১ রান করেন মুজাজি। আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১১ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রুমানা আহমেদ।
×