ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবাদবিরোধী লড়াই ইরাককে সহযোগিতা করতে প্রস্তুত ॥ রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ১৯ অক্টোবর ২০১৫

সন্ত্রাসবাদবিরোধী লড়াই ইরাককে সহযোগিতা করতে প্রস্তুত ॥ রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী

ইরাককে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে রাশিয়া। চীনে ষষ্ঠ শিয়াংশান নিরাপত্তা ফোরামে দেয়া ভাষণে এ কথা বলেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি এ্যানতোভ। খবর ওয়েবসাইটের। সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তার জন্য ইরাক সরকারের অনুরোধ এখনও মস্কো পায়নি। তবে এ ধরনের অনুরোধ পেলে তা রাশিয়া বিবেচনা করবে বলে জানান উপ-প্রতিরক্ষামন্ত্রী। সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে রুশ বিমান অভিযান উল্লেখযোগ্য সফলতা লাভ করার প্রেক্ষাপটে এ বক্তব্য দিলেন আনাতোলি এ্যানতোভ। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বিমান হামলা কার্যকর নয় বলে ইরাকের অনেক কর্মকর্তাই অভিযোগ করেছেন। ইরাকের অনেক কর্মকর্তা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রুশ সহায়তা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
×