ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ পাকিস্তান যাচ্ছেন সালমারা

প্রকাশিত: ০৫:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৫

আজ পাকিস্তান যাচ্ছেন সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ কী আশ্চর্য্য! যেখানে পাকিস্তানের মতো নিরাপত্তাহীন দেশকে বাংলাদেশ নিরাপদ মনে করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মহিলা ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠাচ্ছে আজ। সেখানে বাংলাদেশকে অনিরাপদ মনে করছে অস্ট্রেলিয়া! আজ দুপুরে সালমা খাতুনরা ২ টি২০ ও ২ ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাচ্ছেন। ৮ দিনের সফর শেষে দেশে ফিরবেন ৬ অক্টোবর। পাকিস্তানে করাচীর সাউথ এ্যান্ড ক্লাব মাঠে ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ এবং ৪ ও ৬ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে খেলা হবে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রতিপক্ষ, পাকিস্তান মহিলা ক্রিকেট দল। এ সফর নিয়ে উচ্ছ্বসিত সালমা খাতুনরা। রবিবার অধিনায়ক সালমা বলেছেন, ‘এশিয়ান গেমসের পর (২০১৪ সালের গেমস) আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। অবশেষে কিছু প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হবে।’ সঙ্গে নিজেদের ইচ্ছাতেই যে পাকিস্তান যাচ্ছেন, তাও বলে দিলেন, ‘কেউ চাপ দেয়নি আমাদের। আমাদের ইচ্ছাতেই পাকিস্তান যাচ্ছি।’ সালমা স্বদিচ্ছায় পাকিস্তান যেতে রাজি হলেও অভিভাবকরা কিন্তু চিন্তাতেই আছেন। সালমা খাতুন তাও বুঝেন, ‘স্বাভাবিকভাবেই অভিভাবকরা চিন্তায় আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং বুঝিয়েছি। কোন নিরাপত্তা ঝুঁকি নেই। এমনটি শুধু পাকিস্তানেই নয়, প্রত্যেক দেশেই ঘটে।’ ২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত কোন আন্তর্জাতিক খেলা হয়নি পাকিস্তানে। অবশেষে জিম্বাবুইয়ে সেই দেশে খেলতে যায়। দুটি টি২০ ও তিন ওয়ানডে খেলে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে মহিলা ক্রিকেট দল পাঠাচ্ছে। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ম্যানেজার শফিকুল হক হীরা বলেন, ‘আমরা ভালভাবে জেনেছি মহিলা দলকে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে। দেশের প্রধানমন্ত্রীকে যে সুবিধা দেয়া হয়, সেই সুবিধাই দেয়া হবে।’ দেশের মহিলা ক্রিকেটাররা যে পাকিস্তান সফরে যাচ্ছে তা ঈদের আগেই নিশ্চিত হয়ে যায়। সরকার থেকেও সবুজ সঙ্কেত মিলে। বাকি থাকে শুধু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার। সেই ঘোষণাও ঈদের আগেই আসে। পাকিস্তান সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ॥ সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা ম-ল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা ও নাহিদা আক্তার।
×