ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের গ্রিসের ক্ষমতায় বামপন্থী সিরিজা পার্টি

প্রকাশিত: ১৯:৩২, ২১ সেপ্টেম্বর ২০১৫

ফের গ্রিসের ক্ষমতায় বামপন্থী সিরিজা পার্টি

অনলাইন ডেস্ক ॥ গ্রিসের সাধারণ নির্বাচনে জয় পেয়ে আবারো ক্ষমতায় অ্যালেক্সি সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি। তবে, সংসদে নেতৃত্ব দেয়ার মতন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, অ্যালেক্সি সিপ্রাসের দলের এগিয়ে থাকার খবর নিশ্চিত হওয়ার পরই দলটির সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস করে। প্রায় সব ভোট গণনা শেষে দেখা যায়, সংসদে একক আধিপত্য করার মত প্রয়োজনীয় ভোট পায়নি কোন দলই। ফলে, গ্রিসের সামনে এখন কোয়ালিশন সরকারই একমাত্র উপায়। অ্যালেক্সি সিপ্রাসের সিরিজা পার্টি এরইমধ্যে ডানপন্থী ইন্ডিপেনডেন্ট গ্রিকসের সঙ্গে কোয়ালিশন সরকার গঠণের ঘোষণা দিয়েছে। এদিকে সিপ্রাস এই বিজয়কে ‘জনতার জয়’হিসেবে আখ্যা দিয়েছেন। সিরিজা পার্টির সমর্থক কোস্টাস পাপাজিয়ানোপোলাস নামে আরেক গ্রিক নাগরিক মনে করেন, একটিমাত্র রাজনৈতিক দলই আছে যার কাছ থেকে কিছু আশা করতে পারি। আর সেটি হচ্ছে সিরিজা পার্টি। উল্লেখ্য, অর্থনৈতিক সংকটে থাকা গ্রিসের জনগণ গত ছয় বছরে ৫ম বারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিল।
×