ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২৫৬ জিবির ফোন

প্রকাশিত: ০৭:০২, ২৭ আগস্ট ২০১৫

২৫৬ জিবির ফোন

তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস ২৫৬ জিবি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন জেনফোন ২-ডিলাক্সের নতুন সংস্করণ শীঘ্রই বাজারে আনছে। এই স্টোরেজ একটি আইফোনের চেয়ে ১৫ গুণ বেশি। বিশেষ এই সংস্করণ ব্রাজিলে প্রথম উন্মুক্ত করা হয় এবং এর ব্যাকপ্লেটে থাকছে হাল ফ্যাশনের বহুভুজাকৃতির প্যাটার্ন। -ওয়েবসাইট বয়সের ভারে! বয়সের ভারে সময়ের হিসাব ঠিক রাখতে গোলমাল করছে লন্ডনের বিশ্বখ্যাত ঘড়ি ‘বিগ বেন’। প্রায় দু’সপ্তাহ ধরে সঠিক সময়ের থেকে প্রায় ৬ সেকেন্ড এগিয়ে রয়েছে ঐতিহাসিক ঘড়ি। বিবিস রেডিও ফোরের পরিচালকরা প্রথম এই সময়ের হেরফের বুঝতে পারেন। পেন্ডুলাম থেকে কিছু ওজন সরিয়ে নিয়েই আপাতত ঘড়ির সময় ঠিক করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ইতিহাসের সাক্ষী এই কালের প্রহরী এখন যেন নিজেই সময়ের ভারে কাবু। - আজকাল আফগানিস্তানে ন্যাটোর দুই সেনা নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা বন্দুকধারীদের গুলিতে বুধবার ন্যাটোর দুই সৈন্য নিহত হয়েছে। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর কম্পাউন্ডে সকালে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি ন্যাটোর একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে ন্যাটোর দুই সদস্য নিহত হয়। তবে তারা কোন দেশের সৈন্য সে ব্যাপারে কিছু বলা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাটো সৈন্যদের পাল্টা গুলিতে বন্দুকধারীরাও নিহত হয়েছে। খবর এএফপির।
×