ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোলন ক্যান্সার সারাবে দিনে ৪ কাপ কফি

প্রকাশিত: ০৫:২৩, ২০ আগস্ট ২০১৫

কোলন ক্যান্সার  সারাবে দিনে  ৪ কাপ কফি

দৈনিক চার কিংবা তারও বেশি কাপ কফি পান করলে তা শুধু মলাশয়ের বা কোলন ক্যান্সার প্রতিরোধই করবে না, বরং এ রোগ সেরে উঠতে এবং পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাবে। সম্প্রতি করা নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। জার্নাল অব ক্লিনিক্যাল অঙ্কোলজিতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বস্টনের ডানা-ফার্বার ক্যান্সার ইনস্টিটিউটের গবেষকরা গবেষণা করে দেখেছেন, স্টেজ-৩ এ চলে যাওয়া কোলন ক্যান্সার রোগীরা নিয়মিত কফির ক্যাফেইন গ্রহণ করায় তাদের অবস্থার উন্নতি হয়েছে এবং এ রোগ থেকে সেরে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। গবেষণায় অংশ নেয়া স্টেজ-৩-এর ক্যান্সার রোগীদের সবাইকে অস্ত্রোপচার করে এবং কেমোথেরাপি দিয়ে যে ফল পাওয়া গেছে তার তুলনায় দিনে চার কিংবা তার চেয়ে বেশি কাপ কফি (প্রায় ৪৬০ মিলিগ্রাম ক্যাফেইন) পান করিয়ে আরও ভাল ফল হয়েছে।-মেডিক্যাল নিউজ টুডে
×