ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হামলার জন্য তুরস্ককে ‘চড়া মূল্য’ দিতে হবে ॥ পিকেকে নেতা

প্রকাশিত: ০৫:৫০, ১৬ আগস্ট ২০১৫

হামলার জন্য তুরস্ককে  ‘চড়া মূল্য’ দিতে  হবে ॥ পিকেকে নেতা

তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারী বাহিনী ও কুর্দিদের মধ্যে নতুন করে মারাত্মক সংঘর্ষের মধ্যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একজন সিনিয়র নেতা শুক্রবার হুঁশিয়ার করে দিয়েছেন যে, বিদ্রোহীদের ওপর হামলার জন্য তুরস্ককে ‘চড়া মূল্য’ দিতে হবে। খবর এএফপির। নিরাপত্তা সূত্র জানায়, দিয়ারবাকির শহরে তুর্কি বাহিনী ও পিকেকের মধ্যে সশস্ত্র সংঘর্ষের মাঝে পড়ে গেলে ৪০ বছর বয়সী একজন নিহত হয়। তুরস্কে সিরিজ হামলার পর তুরস্ক সিরিয়ায় আইএস জঙ্গীদের ওপর এবং উত্তর ইরাক ও দক্ষিণ-পূর্ব তুরস্কে পিকেকে অবস্থানের ওপর দ্বিমুখী বোমা হামলা চালায়। এ পর্যন্ত এই অভিযান প্রধানত কুর্দি বিদ্রোহীদের ওপর কেন্দ্রীভূত ছিল। কুর্দিরাও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত অভিযান চালিয়ে এর জবাব দিয়েছে। পিকেকের উত্তর ইরাকভিত্তিক নেতা মুরাত কারাইলানকে উদ্ধৃত করে পিকেকেপন্থী ফিরাত বার্তা সংস্থা জানায়, আমরা এক মরণপণ যুদ্ধে লিপ্ত। আমরা অভিজ্ঞ এবং আমরা ভাল করে জানি, কি করতে হবে। আমাদের আক্রমণ করে তারা বড় ধরনের ভুল করেছে।
×