ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত মহাসাগরের দ্বীপে মালয়েশীয় বিমানের আরও ধ্বংসাবশেষ

প্রকাশিত: ০৫:৫৬, ৩ আগস্ট ২০১৫

ভারত মহাসাগরের  দ্বীপে মালয়েশীয় বিমানের আরও ধ্বংসাবশেষ

ফরাসি মালিকানাধীন ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নের সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসা বিমানের আরেকটি ধ্বংসাবশেষ সন্ধান পাওয়া গেছে। রিইউনিয়নের সেন্ট ডেনিস শহরের দক্ষিণ প্রান্তের সৈকতে বিমানের খ-াংশটি আবিষ্কৃত হয়। খবর বিবিসির। এবারে পাওয়া অংশটিকে একটি বিমানের দরজা বলে মনে করা হচ্ছে। খ-াংশটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এটিতে বিদেশী কোনও ভাষায় কিছু লেখা রয়েছে আর সম্ভবত কিছু ছবিও আঁকা আছে। বুধবার একই দ্বীপের সৈকতে বিমানের অপর একটি খ-াংশ পাওয়া যায়। দুই মিটার লম্বা ওই খ-াংশটি গত বছর রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশীয় ফ্লাইট এমএইচ৩৭০-র কিনা, তা নির্ধারণ করতে ফ্রান্সে পরীক্ষা চলছে। সৈকতে পাওয়া বিমানের প্রথম খ-াংশটি বোয়িং ৭৭৭ বিমানের অংশ বলে প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে মালয়েশীয় এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটিও ছিল বোয়িং ৭৭৭। ২০১৪ সালের মার্চে যাত্রী ও ক্রুসহ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে পুরোপুরি উধাও হয়ে যায় মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০।
×