ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্যাঙ্গালুরু-পাঞ্জাব অসম লড়াই

প্রকাশিত: ০৬:১৮, ৬ মে ২০১৫

ব্যাঙ্গালুরু-পাঞ্জাব অসম লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব। টি২০তে আগাম অনুমান কঠিন, তবু এই ম্যাচে নিশ্চিত ফেবারিট বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ৯ খেলায় ৪ হারের বিপরীতে ৪ জয় ও ১ ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ চারের দৌড়ে শক্ত অবস্থানে তারা। বিপরীতে সমান খেলায় ৭ হারে কার্যত গ্রুপ পর্বেই আসর শেষ পাঞ্জাবের, আট দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের তলানিতে তারা! নাটকীয় ম্যাচে কলাকাতা নাইটরাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে মিশন শুরু করে তারকাখচিত ব্যাঙ্গালুরু। যদিও নিজেদের শেষ খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসর কাছে ২৪ রানে হারে কোহলিবাহিনী। তার আগে কলকাতার বিপক্ষে ফিরতি ম্যাচে পায় সহজ জয়। সমান ৪ জয় ও ৪ হারই ব্যাঙ্গালুরুর পারফর্মেন্সের উত্থান-পতন প্রমাণ করে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলাকাতাকে হারানোর ম্যাচে দারুণ পারফর্ম করে দলটি। বৃষ্টির জন্য ১০ ওভারে নেমে আসা ম্যাচে ১১১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা। অধিনায়ক কোহলি (২০ বলে ৩৪) ও মানদিপ সিংয়ের (১৮ বলে ৪৫*) ব্যাটিং ঝড়ে ২ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলের মতো ব্যক্তিগত নৈপুণ্যেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, দিনেশ কার্তিক ও মিচেল স্টার্কের মতো তুখোড় সব ক্রিকেটার থাকা সত্ত্বেও ধারাবাহিক হতে পারছে না ব্যাঙ্গালুরু। কোহলিদের জন্য এটাই হতে পারে বড় চ্যালেঞ্জ। বিপরীতে গতবার দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়া পাঞ্জাব এবার যেন পথ হারানো পথিক। রাজস্থান রয়্যালসের কাছে ২৬ রানের বড় হার দিয়ে শুরু বেইলিদের। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ধরাশায়ী ২৩ রানের বড় ব্যবধানে। ৫ উইকেটের একমাত্র ‘সলিড’ জয়টি আসে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে, রাজস্থানের সঙ্গে ‘টাই’ ম্যাচে সুপার ওভারে সাফল্য পায় তারা। বেইলির হাতে রয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল জনসন, থিসারা পেরেরা, শন মার্শের মতো বিদেশী তারকা। যদিও ইনজুরির জন্য গ্লেন ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়া অপূরণীয় ক্ষতি। স্থানীয়দের মধ্যে ব্যাট হাতে যাচ্ছেতাই অবস্থা বিরেন্দর শেবাগের! ভারতের সাবেক জাতীয় তারকা আজ একাদশে থাকছেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই। তৃতীয় জয়ের মুখ দেখতে স্থানীয় ঋদ্ধিমান সাহা ও অধিনায়ক বেইলির ওপর অনেক কিছু নির্ভর করবে।
×