ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্ধর্ষ কিউইদের সামনে আফগানরা

প্রকাশিত: ০৫:৪১, ৭ মার্চ ২০১৫

দুর্ধর্ষ কিউইদের সামনে আফগানরা

স্পোর্টস রিপোর্টার ॥ নৈপুণ্যের বিচারে নিউজিল্যান্ডের সঙ্গে ‘দুর্ধর্ষ’ শব্দটি ব্যবহার না করলে অবিচার হবে! ঘরের মাটিতে অবিশ্বাস্য ক্রিকেট খেলছে সহ-আয়োজক কিউইরা। বিশ্বকাপে পুল ‘এ’-এ এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল তারাই। টানা চার জয়ে ইতোমধ্যে কোয়ার্টার নিশ্চিত ‘ব্ল্যাক ক্যাপসদের’। এমন একটি দলের সঙ্গে লড়াই করা আর বাঘের মুখে ঝাঁপিয়ে পড়া একই কথা! প্রতিপক্ষ শক্তির বিচারে আফগানদের যেখানে হরিণের সঙ্গে তুলনা করা যায়! নেপিয়ারে অসম দুই দলের মধ্যকার খেলাটি শুরু আজ দিবাগত রাতে (রবিবার ভোর চারটায়)। ক্রাইস্টচার্চে ১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়ে শুরু। এরপর একে একে স্কটল্যান্ড, ইংল্যান্ড, এমনকি শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখে ব্রেন্ডন ম্যাককুলামের দল। হাই-স্কোরিং কিংবা লো-স্কোরিং, স্কটল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াÑ যে কোন ম্যাচে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে বিজয় পতাকা উড়িয়ে চলেছে কিউইরা। স্কটল্যান্ডকে ৩ উইকেটে ও কুলীন ইংলিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। তবে বিশ্বমঞ্চের ভিত কাঁপিয়ে দেয় অসিদের ধরাশায়ী করে। ওয়ানডেতে যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখে তারা সেটা প্রমাণিত। কিন্তু অকল্যান্ডে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচের জন্ম দেয় নিউজিল্যান্ড। ব্যাটিং-বোলিং ভারসাম্যপূর্ণ হলেও কিউদের বোলিংয়ের কথা আলাদা করে না বললেই নয়। আসরে এ পর্যন্ত যে পাঁচ বোলার ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন তাঁদের দু’জনই নিউজিল্যান্ডের। সেরা দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সবার ওপরে সাউদি। বোল্টের শিকার ১০। কম যাচ্ছেন না ড্যানিয়েল ভেট্টরি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলা অভিজ্ঞ এই স্পিনার নিয়েছেন ৮ উইকেট। ব্যাট হাতে কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, লুক রনকি ও কোরি এ্যান্ডরসন প্রত্যকে ভয়ঙ্কর। তাঁর মধ্যে ব্রেন্ডন ম্যাককুলামের কথা আলাদা করে বলতে হয়। নিজেদের দিনে বোলারদের খুন করতে পারঙ্গম কিউই অধিনায়ক ৪ ম্যাচে ৩ হাফ সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেছেন ২০৭ রান। অন্যদিকে এবারই প্রথমবারের মতো ওয়ানডে ফরমেটের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। শক্তির বিচারে যোজন পিছিয়ে আইসিসির সহযোগী সদস্য দেশটি। বাংলাদেশের কাছে ১০৫ রান ও শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হারের ধাক্কা আফগানিস্তান কাটিয়ে ওঠে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটিশদের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় পায় তারা। ওই ম্যাচে সামিউল্লাহ শেনওয়ারি, জাভেদ আহমেদ চমৎকার ব্যাটিং করেন। যদিও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে রেকর্ড ২৭৫ রানের বড় ব্যবধানে হারে তারা। দলটিতে একাধিক বিশ্বমানের পারফর্মার আছেন বলে মনে করেন ব্রেন্ডন ম্যাককুলাম। ছোট হলেও কিউই সেনাপতি প্রতিপক্ষকে সম্মান দেখিয়ে তিনি আরও যোগ করেন, ‘আফগানিস্তান দলে আসলেই কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছেন, যাঁরা দলের প্রয়োজনে ঠিকই দাঁড়িয়ে যাচ্ছেন এবং ভাল পারফর্ম করছেন।’ বড় নাম শাপুর জাদরান। দীর্ঘদেহী এই পেসার ইতোমধ্যে নজর কেড়েছেন। হামিদ হাসানও ভাল বোলিং করছেন।
×