ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের প্রাথমিক দলে ৩০ ক্রিকেটার

প্রকাশিত: ০৫:৪৯, ৭ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের প্রাথমিক দলে ৩০ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপ হবে ২০১৫ সালে। ফেব্রুয়ারিতে শুরু হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো। এ বিশ্বকাপে অংশ নিতে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রাথমিক দল থেকেই ১৫ জানুয়ারির মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। দলে আছেনÑ মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান শুভ, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, আরাফাত সানি, মোঃ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ। জিম্বাবুইয়ের বিপক্ষে যারা জাতীয় দলে ছিলেন এবং ভবিষ্যতে যারা দলে সুযোগ পাওয়ার দাবিদার এ প্রাথমিক দলে সবাইকেই রাখা হয়েছে। তবে এই দলে নেই শাহরিয়ার নাফীস। ২০১১ সালের বিশ্বকাপে যারা ছিলেন, তাদের মধ্য থেকে রকিবুল হাসান, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন, সোহরাওয়ার্দী শুভ নেই। ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় নেই মোহাম্মদ আশরাফুলও। আর বোলিং এ্যাকশনের জন্য নিষিদ্ধ থাকায় নেই সোহাগ গাজীও। বিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই সময়ে যাদের ৩০ সদস্যের দলে আসার জন্য সেরা মনে করা হয়েছে তাদেরই নেয়া হয়েছে। এমনটিই জানিয়েছেন বিসিবির নির্বাচক কমিটির প্রধান ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি এই সময়ের সেরা ৩০ জনকেই বেছে নিয়েছি। প্রতিটি পজিশনেই ব্যাকআপ রাখা হয়েছে। কারণ, অনেক বড় টুর্নামেন্ট। সব বিভাগেই সামঞ্জস্য রেখে দল গড়া হবে।’ ফারুক আরও জানান, ‘জাতীয় দলে আছে, দলের আশপাশেই থাকছে এমন ক্রিকেটারদের নেয়া হয়েছে। যারা গত ছয় সাত মাস ধরেই জাতীয় দলে খেলছে, খেলার দাবিদার তাদেরই সুযোগ করে দেয়া হয়েছে। অভিজ্ঞ ও তরুণদের নিয়েই দলটি গড়া হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন অনেক চ্যালেঞ্জের। তাই পারফর্মেন্সের ভিত্তিতেই দলটি গড়া হয়েছে।’ প্রাথমিক দল ॥ মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান শুভ, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, আরাফাত সানি, মোঃ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ।
×