ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক, অতঃপর যা হলো

প্রকাশিত: ১৬:৫২, ৩১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৬, ৩১ জানুয়ারি ২০২৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায়  যুবক, অতঃপর যা হলো

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আকাইন ভাটপাড়া গ্রামে গভীর রাতে এক সৌদি প্রবাসীর  স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে ওই নারীর সঙ্গে আটক যুবকের কাবিন সম্পন্ন করা হয় এবং তিন মাস পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।  

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম রাসেল মন্ডল (২৮)। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তিনি ওই নারীর স্বামীর নিকটাত্মীয় এবং পূর্ব থেকে তাদের বাড়িতে যাতায়াত করতেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী ওই নারীর স্বামী প্রায় দুই বছর ধরে বিদেশে কর্মরত। এই সময়ের মধ্যে রাসেলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত তার বাড়িতে যাতায়াতের কারণে গভীর রাতেও সেখানে অবস্থান করতেন রাসেল।  

প্রবাসীর পরিবারের দাবি, কয়েকদিন আগে রাতে তাদের এক আত্মীয় রাসেলকে সন্দেহজনকভাবে দেখেন। ঘটনার দিন রাত ৩টার দিকে গৃহবধূর শ্বশুর ঘরের দরজা খোলা দেখতে পান এবং সন্দেহ হলে বিষয়টি তদন্ত করেন। একপর্যায়ে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মাচার নিচে লুকিয়ে থাকা রাসেলকে হাতেনাতে আটক করা হয়।  

এ ঘটনায় স্থানীয় মাতুব্বররা গ্রামে শালিস বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে গৃহবধূ তার স্বামীকে তালাক দেন এবং পরে রাসেলের সঙ্গে তার কাবিননামা সম্পন্ন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিন মাস পর তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করতে বলা হয়।  

এদিকে, রাসেল মন্ডলের বিরুদ্ধে আগেও একটি ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ২৬ নভেম্বর স্থানীয় এক কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন রয়েছে।  

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার