ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে বাবার বিপক্ষে প্রার্থী হলেন ছেলে

প্রকাশিত: ২০:৫১, ২২ এপ্রিল ২০২৪

উপজেলা নির্বাচনে বাবার বিপক্ষে প্রার্থী হলেন ছেলে

বাবা মো. মোস্তফা মুন্সী এবং তার ছেলে মো. সেলিম মুন্সী 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী এবং তার ছেলে মো. সেলিম মুন্সী।

গতকাল রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অনলাইনে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন।

বাবা-ছেলের একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, ডামি প্রার্থী হিসাবে আওয়ামী লীগের নেতা তার ছেলেকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে বাবা-ছেলের মনোনয়ন পত্র জমা দিলেও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী বলেন, আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে অনেক বিষয় থাকে। সেসব বিষয় বিবেচনা করে আমরা বাবা-ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী বলেন, প্রার্থী হয়েছি চেয়ারম্যান হওয়ার জন্য। মানুষের সেবা করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ মে গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শহিদ

×