
নিম্নমানের ইট ও বালু দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা
রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর মাদ্রাসা-লেহেম্বা স্লুইসগেট পর্যন্ত রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ও রাবিশ বালু রাস্তার সাববেজে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে মাটি খনন করে তাতে সাববেজে খোয়া ও রাবিশ বালু দেওয়া হয়েছে। স্থানীয় চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসার মাঠে ইটের স্তূপ করে সেখানেই খোয়া ভেঙে রাস্তায় দেওয়া হচ্ছে। ইটের স্তূপে দেখা যায়, ভাটার পরিত্যক্ত ভাঙাচোরা নিম্নমানের ইট। সেখানেই ভাঙা হচ্ছে খোয়া। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন চাপোড় পার্বতীপুর মাদ্রাসা-পার্বতীপুর লেহেম্বা স্লুইসগেট পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণে এক কোটি নয় লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকায় কাজটি সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হয়েছে এমএস অটোরাইসমিল নামক ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি পাকা রাস্তা পেতে যাচ্ছি। ঠিকাদার আব্দুস সামাদ বলেন, ‘স্থানীয়রা যে অভিযোগ করছে তা ঠিক নয়। ভালো মানের বালু ও ইটের খোয়াই রাস্তায় ব্যবহার করা হয়েছে। সেখানে কোনো ধরনের নিম্নমানের মালামাল নেই।’ রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলাম জানান, ‘নিম্নমানের ইট বা বালু ব্যবহার হলে সেগুলো সেখান থেকে অপসারণ করা হবে।