
জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীর মৃত্যুতে হাজারো মানুষের ঢল
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর আকস্মিক মৃত্যুতে যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো জেলা। বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে সাদেক কুরাইশীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ ইসলামনগর পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন এবং তাদের অশ্রুতে সিক্ত হয়ে সাদেক কুরাইশীকে চিরনিদ্রায় শায়িত এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে মরহুম সাদেক কুরাইশীর মরদেহ ঢাকা থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছায়। এ সময় তাকে শেষবারের মতো এক নজর দেখতে ও শ্রদ্ধা জানাতে ছুটে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষজন এবং ফুলেল শ্রদ্ধাঞ্জলির ডালীতে ঢেকে যায় সাদেক কুরাইশীর লাশবাহী গাড়িটি। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর জানাজায় অংশ গ্রহণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দুবাই কনসাল জেনারেল সাহেদুল ইসলাম শাহেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ।