ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গফরগাঁও থেকে ৬ ট্রেনে ঢাকায় প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীরা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৫:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৩

গফরগাঁও থেকে ৬ ট্রেনে ঢাকায় প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীরা

ট্রেন। ছবি: জনকণ্ঠ

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এলিভেটেড এক্রপ্রেসওয়ে উদ্বোধনী সমাবেশে যোগ দিতে ময়মনসিংহের গফরগাঁওয়ের দলীয় নেতাকর্মীরা ট্রেনযোগে ঢাকায় আসছেন। 

এর মধ্যে কেউ ঝুলে, কেউ দাঁড়িয়ে, কেউবা ট্রেনের ছাদে করে আসেন। ট্রেনের মধ্যে তিল ধারণের জায়গা নেই। স্লোগানে স্লোগানে মুখরিত ট্রেন। অনেক নেতাকর্মী মই দিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে।

শনিবার (২ সেপ্টম্বর) সকাল থেকে ১৫টি ইউনিয়ন থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। ট্রেন আসার সঙ্গে সঙ্গে উপচে পড়া ভিড়। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ইঞ্জিন, ট্রেনের দরজাও ঠাঁই নিয়েছেন।

গফরগাঁও রেলওয়ে সূত্রে জানা যায়, যমুনা, কমিউটার,  ব্রহ্মপুত্র, হাওর ও ২টি স্পেশাল ট্রেনে সমাবেশে লোক নেওয়া হয়। ৬টি ট্রেনে প্রায় অর্ধলাখ লোক সমাবেশে অংশ নেয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার পলাশ বলেন, স্পেশাল ট্রেনসহ ৬টি ট্রেনে করে প্রধানমন্ত্রীর জনসভায় লোকজন ঢাকা যাচ্ছে। তার মধ্যে ২টি স্পেশাল ট্রেন শুক্র ও শনিবার ২ দিন প্রায় সাড়ে তিন লাখ টাকা ভাড়া দিয়ে কাওরাইদ, মশাখালী ও গফরগাঁও এই তিন স্টেশন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠে ঢাকায় প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে যান।

স্থানীয় এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেল বলেন, শনিবারের আগারগাঁওয়ের সমাবেশকে সফল করার জন্য গফরগাঁও থেকে প্রায় ৫০ হাজার নেতা কর্মী নিয়ে ঢাকা সমাবেশে যাচ্ছি।


 

এসআর

×