ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তানোরে স্ত্রী-সন্তানকে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২২:৩৩, ২৬ আগস্ট ২০২৩

তানোরে স্ত্রী-সন্তানকে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আগলপুর শ্মশানপাড়ায় উপহারের ঘর পেলেও যাতায়াতের পথ নেই

তানোর উপজেলার পাঁচন্দর গ্রামে শনিবার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। তার নাম অলিউল ইসলাম (৪৮)। নিহতরা হলেন নিপা খাতুন (২৮) ও নূর (৮)। ঘটনার পর স্থানীয়রা গণধোলাই দিয়ে অলিউলকে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে পুলিশ হেফাজতে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, ১০ বছর আগে অলিউল ও নিপার বিয়ে হয়। দেড় বছর আগে তাদের ডিভোর্স হয়েছিল। তবে দেড় মাস আগে তাদের আবারও বিয়ে হয়। নিপা পাঁচন্দর গ্রামের আবদুর রহিমের কন্যা। তালাকের পর তিনি ছেলেসন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। নিহত নিপার বড়ভাই ভুলু জানান, দেড় বছর আগে তার বোনকে হাঁসুয়া দিয়ে কোমরে কোপ দিয়েছিল অলিউল। তখন অলিউলের নামে তারা মামলা করেছিলেন। ওই মামলায় কারাগারে ছিল অলিউল। পরে আপসের মাধ্যমে মামলা প্রত্যাহার করে নেন নিপা। নিপাকে ছাড়িয়ে নেওয়া হয় অলিউল কাছ থেকে।

৭-৮ মাস আগে আপসের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হন অলিউল। দেড় মাস আগে আবারও তাদের বিয়ে হয়। সর্বশেষ শুক্রবার শিশু নূরের সুন্নতে খাৎনা করা হয়েছিল। স্থানীয়রা জানান, শনিবার বিকালে অলিউল  নেশাগ্রস্ত হয়ে ওই বাড়িতে আসে। এ সময় স্ত্রী নিপার সঙ্গে তার বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন স্ত্রীকে। তাকে বাঁচাতে এগিয়ে আসে শিশু নূর। তাকেও ছুরিকাঘাত করে অলিউল। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
রাজশাহীর সহকারী পুলিশ সুপার সোহেল রানা জানান, ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে স্ত্রী-সন্তানকে হত্যা করে অলিউল। পরে জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে গণধোলাই দেওয়ায় পুলিশ হেফাজতে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। ময়নাতদন্তের দুইজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুরে দোকানি
স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, নবাবগঞ্জ উপজেলার পল্লীতে পাওনা টাকা চাওয়ায় রড দিয়ে পিটিয়ে মোশারফ হোসেন (৩৫) নামে এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজার বটতলিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন একই ইউনিয়নের নারায়ণপুর মাটিখোড়া এলাকার মোতাহার রহমানের ছেলে। অভিযুক্ত নুরুন্নরী (২৫) ওই এলাকার তফিজ উদ্দিনের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এলোপাতাড়ি আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

চুয়াডাঙ্গায় ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, জীবননগর উপজেলার দেহাটী গ্রামে মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের গোলাম রহমানের ছেলে। তিনি ক্রোকারিজ ও বৈদ্যুতিক সামগ্রী ফেরি করে বিক্রি করতেন।

খুলনায় চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ভৈরব নদ থেকে ওয়াং সিয়াও খুই (৪৪) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে খালিশপুরের চরেরহাট সংলগ্ন ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি খুলনার খালিশপুরে পুরনো নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কমবিনেড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) প্রকল্পে কাজ করতেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার  মোজাম্মেল হক। 

দেওয়ানগঞ্জে সাবেক মেয়র
নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার  ঠোটাপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার প্রথম স্ত্রী কাকলী আক্তারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরিবার সূত্র জানায়, সাবেক মেয়র শাহনেওয়াজের সঙ্গে প্রথম স্ত্রী কাকলী আক্তারের কলহের জের ধরে সম্প্রতি কাকলী আক্তারকে জোর করে বাসা থেকে বের করে দেন শাহনেওয়াজ। ওই বাসায় তিনি দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার শিলাকে নিয়ে বসবাস করতেন।

মঠবাড়িয়ায় বাক প্রতিবন্ধী
নিজস্ব সংবাদদাতা মঠবাড়িয়া, পিরোজপুর থেকে জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় ইব্রাহীম (১৯) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 
শনিবার সকালে উপজেলার বেতমোর গ্রামের একটি পুকুর থেকে ওই প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ইব্রাহীম দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত ইউনুচ হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি কামরুজজামান তালুকদার জানান, মৃত ইব্রাহীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

×