ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘উগ্রবাদ প্রতিরোধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান’

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ০০:৩৪, ২৩ আগস্ট ২০২৩

‘উগ্রবাদ প্রতিরোধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান’

চারদফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

সহিংস-উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। মঙ্গলবার সকালে রাজশাহী কলেজে অনুষ্ঠিত উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ যুবমেলার আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশন। এ মেলায় রাজশাহী নগরীর বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 
পুলিশ কমিশনার বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গি হামলার শিকার লেখক, শিক্ষক, ব্লগার, পুলিশ অফিসারদের স্মরণ করে বলেন, ’৭১-এর পরাজিত শক্তি ও তাদের মদতে বিভিন্ন জঙ্গি সংগঠন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র ও তলাবিহীন ঝুড়িতে পরিণত করার চেষ্টা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। 
অনুষ্ঠানে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউল রহমান ছাড়াও জেলা ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×