ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অথৈ জাতীয় শিশু প্রতিযোগিতার সংগীতে প্রথম

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও

প্রকাশিত: ২২:২৩, ১২ জুলাই ২০২৩

অথৈ জাতীয় শিশু প্রতিযোগিতার সংগীতে প্রথম

অথৈ

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ গফরগাঁও উপজেলায় পর্যায়ে সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী ইসলামিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল মালিক, বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ছয়টি বিষয়ে প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। (প্রথম থেকে দশম শ্রেণি) এতে সংগীত প্রতিযোগিতায় দেশাত্মবোধক, নজরুল ও ভাবসংগীতে প্রথম হয়েছে অথৈ। 
অথৈ গফরগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এর আগে সোমবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ একই ভেনুতে ভাবসংগীত, ছড়া গান, ও লোক গানে প্রথম স্থান অধিকার করে। অথৈ ২০১৯ সালের ভারত, বাংলাদেশ সম্প্রতি সংস্থা যৌথ প্রযোজনা সংস্কৃতিক প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। অথৈ মুক্ত পায়রা খেলাঘর আসরের শিশু শিল্পী। সে বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে গান পরিবেশন করে।

×