ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মোবাইল কিনে না দেয়ায় গাছে উঠে লাফ দেয়ার হুমকি

প্রকাশিত: ১৩:০৭, ৩০ জুন ২০২৩

মোবাইল কিনে না দেয়ায় গাছে উঠে লাফ দেয়ার হুমকি

বটগাছের মগডাল।

জয়পুরহাটের কালাইে মোবাইল কিনার জন্য টাকা না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে এক তরুণ (২২) বটগাছের মগডালে উঠে বসে ছিলেন। আর সেখান থেকে লাফ দেওয়ার হুমকি দিচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় দিকে উদয়পুর ইউনিয়নের রানীফকির হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টায় ওই তরুণকে গাছ থেকে নামিয়ে আনেন।

জানা যায়, ওই তরুণ একটি দামি মোবাইল কিনার জন্য কয়েকদিন ধরে তার বাবার কাছে টাকা চাইছিলেন। বৃহস্পতিবার দুপুরে ফের বাবার কাছে টাকা চান তিনি। এ সময় বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এতে অভিমান করে বাড়ির অদূরে রানীফকির হাটে এসে রাস্তার পাশে একটি বটগাছের মগডালে উঠে বসেন। বিষয়টি দেখে স্থানীয়রা ঘটনাটি তরুণের বাবাকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে গাছের ওপর থেকে ছেলেকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। 

কালাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার শাহ আলম বলেন, ‘ওই তরুণ বটগাছের মগডালে বসে নিচে লাফ দেওয়ার হুমকি দিচ্ছিলেন। তাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

এম হাসান

×