ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৪:০৬, ৯ এপ্রিল ২০২৩

রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১

হাসপাতালে ভর্তি বিজিবি সদস্যরা

রামুর পূর্ব কাউয়ারখোপ এলাকায় গরু চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত আব্দুল জব্বার একজন নির্মাণ সামগ্রী দোকানের কর্মচারী। শনিবার রাত সাড়ে ৯টায় কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান সড়কে এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম। নিহত আব্দুর জব্বার (৪০) কাউয়ারখোপ পূর্ব কাউয়ারখোপের মৃত জাকের আহমদেরর পুত্র। তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি চেয়ারম্যান শামসুল আলম। 

স্থানীয়দের বরাত দিয়ে শামসুল আলম বলেন, শনিবার রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা পাঁচ-ছয়টি গরু জব্দ করেন বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। গরুগুলো নিয়ে আসার সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় পাচারকারীরা। একপর্যায়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছুড়ে তারা। আত্মরক্ষার্থে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয় নির্মাণসামগ্রী দোকানের কর্মচারী আব্দুর জব্বার নিহত এবং তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

চেয়ারম্যান আরও বলেন, ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের লাশ নিয়ে গেছে। খবর পেয়ে রামু থানার ওসি মো: আনোয়ার হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একজন নিহতের খবর নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো: আনোয়ার হোসাইন। 

টিএস

×