
ব্যাংকের সামনে ময়লার গাড়ি রেখে পৌর কর্মচারীদের অবরোধ
সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবিতে ময়লার গাড়ি রেখে ব্যাংকের সামনের প্রবেশপথ বন্ধ করে আড়াই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বেতন না পাওয়া পৌর কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুলতানপুর বড় বাজার সড়কের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকসহ তিনটি ব্যাংকের সামনে পৌরসভার ময়লা আবর্জনা গাড়িতে করে নিয়ে তারা এ কর্মসূচি পালন করে।
এ সময় ব্যাংকের সাধারণ গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক ম্যানেজার তাদের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ১২ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলায় হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের নির্দেশে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন কাজী ফিরোজ হাসান। এরপর গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন।
পৌর মেয়র চিশতির আইনজীবীর দেওয়া উচ্চ আদালতে স্থগিত হওয়া বরখাস্তের আদেশের কপিটি নিয়ে চিশতী পৗরসভার সেক্রেটারির (সিইও) কাছে দিলে তিনি সেটি নিতে অসম্মতি জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে মেয়র পদে সে সময় বসতে দেননি পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে মেযর ও ভারপ্রাপ্ত মেয়রের মধ্যে মতবিরোধ চলতে থাকে।
এদিকে উচ্চ আদালতের আদেশের কপিটি পৌর মেয়র চিশতি পৌরসভার লেনদেনকৃত সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে এই কপি জমা দিলে মূলত পৌরসভার ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায়।
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পৌর কর্মচারীদের মাসিক বেতনের টাকা দেওয়ার জন্য তিনি এবং পৌরসভার সিইওয়ের যৌথ স্বাক্ষরে একটি অ্যাকাউন্ট খোলা হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সাতক্ষীরা শাখায়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টের চিঠি আছে টাকা উত্তোলন করা যাবে না বলে বিভিন্ন তালবাহানা করছে বেতনের টাকা দেওয়ার নামে।