ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৪ জনের ফাঁসি 

প্রকাশিত: ১৮:৪২, ১৮ অক্টোবর ২০২২

ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৪ জনের ফাঁসি 

আদালতে আসামিরা। 

নারায়ণগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ আসামিকে ফাঁসি ও এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে একজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কামরুল হাসান, রবিউল, আলী আকবর, শুক্কুর আলী। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন- ডলি বেগম। তিনি ধর্ষণের ঘটনায় সাহায্য করেছিলেন। এছাড়া মুক্তি পেয়েছেন নাসরিন আক্তার। 

জানা যায়, ২০০৫ সালের ৩ জুন সকালে ফতুল্লার মুসলিম নগরের কেএম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার নিপাকে (১১) জোরপূর্বক বক্তাবলীর লক্ষ্মীনগর এলাকায় একটি ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। 

বাদী পক্ষের আইনজীব অ্যাডভোকেট সাইদুল হাসান সুমন বলেন, কামরুল, রবিউল, শুক্কুর আলী মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় আলী আকবর নামে এক ট্রলার চালক মেয়েটির কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান। গিয়ে দেখেন তারা তিনজন ধর্ষণ করছেন। এসময় পুলিশকে বলে দেবেন বলে জানালে আসামিরা আলী আকবরকে হত্যা এবং তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেন। পরে তাকে দিয়ে পাহারা দেওয়ায়। আসিমারা ধর্ষণ শেষে তাকেও (আকবর) ধর্ষণ করতে বলেন। কিন্তু তিনি মেয়েটির অবস্থা গুরুতর দেখে আর ধর্ষণ করেননি।

তিনি বলেন, ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার পর প্রথমে ডলি আক্তারের বাসায় ও পরে নাসরিনের বাসায় নেওয়া হয়। দু’জনে মিলে লাশটি আবার ক্ষেতে ফেলে আসেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×